1. rezaulalam000@gmail.com : সময় বাংলার :
  2. jmitsolution24@gmail.com : JM IT SOLUTION : JM IT SOLUTION
৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে ক্রিকেট প্রশিক্ষণে ইয়ামিন | সময় বাংলার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ... ||
সিরাজদিখানে ১৫ বছর ধরে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার ক্ষমা রানী দে! দেখার কেউ নেই সিরাজদিখানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং সিরাজদিখানে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবদল নেতার উপর হামলা সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ! সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১ ২বাড়িঘর ভাংচুর সিরাজদিখানে ইউপি সদস্য শাহিন সরদারের সংবাদ সম্মেলন ১৮ বছর পর সিরাজদিখানে জামায়েত ইসলামীর কমী সন্মেলন সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা সত্যিকারের দেশপ্রেমের দায়বদ্ধতার বোধ সৃষ্টি হয়েছে মুন্সীগঞ্জে জাকের পার্টির মহাসচিব সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শ্রীনগরে রোটারী ক্লাব অফ বিক্রমপুর এর আয়োজনে ফ্রী  মেডিক্যাল ক্যাম্প সিরাজদিখানে তারেক রহমানের নির্দেশে প্রতিনিধীদলের পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শেখ মোঃ আব্দুল্লাহ্’র প্রতিনিধীদল পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব-জ্ঞানদীপ ঘোষ শারদীয় দূর্গাউৎসবে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধদের উপহার বিতরণ সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন বালুচর বাজারে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে সভাপতি হিসেবে সৈয়দ আমির হোসেনকে চায় সিরাজদিখানে থানায় হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আরো দুই আসামী গ্রেফতার সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ! সিরাজদিখানে পদ্মহেম ধামে শরতের বিকালে সাঁইজীর বাণীর আসর অনুষ্ঠিত শ্রীনগরে প্রভাব খাটিয়ে মসজিদে অবৈধ কমিটি গঠন এলাকার মুসুল্লিদের নিন্দা সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নিমতলায় প্রতিবাদ সমাবেশ সিরাজদিখান থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় ইউপি চেয়ারম্যান কারগারে সিরাজদিখানে বুকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চেষ্টা সিরাজদিখানের কোলা ইউনিয়নে ২৮৫ জনকে টিসিবি’র পন্য বিতরণ শ্রীনগরে একাধিক মামলার আসামী এমারত শেখ ওরফে এমারত চৌকিদার গ্রেফতার সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত-৫ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ভাংচুর ও  ২০ লক্ষ টাকার মালামাল লুট

৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে ক্রিকেট প্রশিক্ষণে ইয়ামিন

  • সময় বাংলার || শনিবার, ৯ অক্টোবর, ২০২১, ৫.৫৩ পিএম
৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে ক্রিকেট প্রশিক্ষণে ইয়ামিন
৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে ক্রিকেট প্রশিক্ষণে ইয়ামিন

৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে ক্রিকেট প্রশিক্ষণে ইয়ামিন


মোঃ রুবেল ইসলাম তাহমিদ মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জ সিরাজদিখানে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘটা গ্রামের ছেলে ইয়ামিন চৌধুরী। সরকারি হিসেব মতে এই এলাকাতে জনসংখ্যা আছে মোট তিন হাজারের একটু কম। এই মানুষগুলোর মধ্যে ইয়ামিন চৌধুরী তিলে তিলে পুড়ে পুড়ে কবে যে রতœ হয়ে গেছে অত্র এলাকার অনেকেই তা জানেন না। ইয়ামিন চৌধুরীর নেশা এখন ক্রিকেট। ইয়ামিন চৌধুরী চর্চায় সব বয়সী মানুষের আনাগোনা

ডানহাতি ব্যাটসম্যান ও উইকেট কিপার। নিজ উপজেলা ও গ্রাম ভিত্তিক টেপ টেনিস বলে টুর্নামেন্ট খেলে মুগ্ধতা ছড়ান। সেই ধারাবাহিকতা বজায় রেখে স্বপ্ন বুনেন ক্রিকেটার হওয়ার। আর শুরু করে দেন কঠোর পরিশ্রম। কিন্তু ক্রিকেট যে রাজকীয় খেলা। ক্রিকেট উপকরণ ও প্রশিক্ষণ এ সব কিছুর জন্য চাই একটি সঠিক গাইড লাইন। যা তার নেই। কেননা, বাবা ছাড়া মায়ের হাতে গডে উঠা দরিদ্র পারিবারে মেঝ সন্তান ইয়ামিন। মা বেসরকারি একটি হাসপাতালে আয়া হিসাবে কাজ করেন। এই আয়ে কোনরকম সংসার চলে। ইয়ামিন এসএসসি স¤পন্ন করে একাদশ শ্রেণিতে ভর্তি হতেই ক্রিকেটে পরিবারের নিষেধাজ্ঞা। কিন্তু দমে যাননি ইয়ামিন। এলাকার পাভেল নামের এক বড় ভাইয়ের উৎসাহে ভর্তি হন ধানমন্ডির আবাহনী মাঠের মো. সোহেলের ৭১ নামক ক্রিকেট একাডেমিতে। বিপত্তি যাতায়াতের। 116798254 2447084618923975 2164097491618175070 nপড়াশুনার পাশাপাশি শুরু করেন টিউশনি। সে উপার্জন কিনেন একটি বাই-সাইকেল। আর প্রতিদিন সাইকেল চালিয়ে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবাহনীর মাঠে প্রাকটিস করছে ইয়ামিন। ৭১ একাডেমির হয়ে আবাহনীর মাঠে একাডেমিক ভিত্তিক বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট খেলে গত আসরে করেছেন দুর্দান্ত পারফরমেন্স। করেন অর্ধশত রান। ইয়ামিন চৌধুরী জানান, জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম তার আইডল। তাকে অনুসরণ করেই যাত্রা করেন। সুযোগ পেলে দেখা করতে চান মুশিফিকের সঙ্গে। নিতে চান টিপস আর ভবিষ্যতে জাতীয় দলকে দিতে চান নিজের সেরা ক্যারিয়ার। তিনি আরও বলেন, আমি দরিদ্র ঘরের সন্তান হয়ে জন্ম নিয়েছি। একাডেমির ওস্তাদ করিমসহ আমার বন্ধুরা আমাকে খুব দেখভাল করেন। আমার কষ্টে ব্যথিত হন সবাই। সত্যি বলতে আমি প্রাকটিস এ আসলে আমি খুব ক্লান্ত থাকি। লাঞ্চ টাইম ব্রেক টাইম সবাই টিফিন করলেও আমি করি না। কারণ জানতে চাইলে বলেন, সেই সামর্থ্য আমার নেই বলতেই চোখ দিয়ে পানি ঝরতে থাকে। ওস্তাদ করিম আমাকে ক্রিকেটের পরামর্শ দিয়ে যাচ্ছেন।ইয়ামিনকে সহযোগিতা করা ও উৎসাহ দেওয়ার কাজ করতেন জহির খান। বলেন, ইয়ামিন চৌধুরী সম্ভাবনাময় খেলোয়াড়, ভালো ক্রিকেট খেলে। তার প্রতিভা আমাদের কাজে লাগানো প্রয়োজন। আমাদের এলাকাতে কতিপয় লোক ছাড়া তেমন কোন সহযোগিতা সে এখনো পায়নি। সিরাজদিখানে ক্রিকেট খেলা শিখার তেমন কোন মাধ্যম নাই। এছাড়া মুন্সীগঞ্জেও তেমন সুযোগ সুবিধা নেই। কিলোমিটার সাইকেল চালিয়ে ক্রিকেট প্রশিক্ষণে ইয়ামিনবিধায়, ইয়ামিন চৌধুরী প্রতিদিন সাইকেল চালিয়ে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যান আবাহনীর মাঠে। তিনি বলেন, আমরা এলাকাবাসী বা এলাকার মানুষ হিসেবে স্থানীয় উপজেলা জেলা প্রশাসন ও জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন। মুন্সীগঞ্জের এই প্রতিভা একদিন জাতীয় ক্রিকেট দলে স্থান পাবে, এমন আশা এলাকাবাসীর।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মুন্সীগঞ্জের কৃতি সন্তান গাজী আশরাফ হোসেন লিপু জানান, ভালো ক্রিকেটার তৈরি করতে তৃণমূলে মানসম্মত প্রশিক্ষক প্রয়োজন। তাহলে ইয়ামিনদের এত কষ্ট করতে হবে না। স্থানীয় ক্রিকেটাররা জানান, এই জেলার কোন ক্রিকেট কোচ আপাতত নেই। নারায়ণগঞ্জ থেকে মাঝে মাঝে অনিয়মিত একজন আসেন, তিনিই বিসিবির কোচ। কিন্তু মুন্সীগঞ্জের বাসিন্দা এমন কোচ নিয়োগ দেওয়া গেলে সার্বক্ষণিক ক্রিকেটারদের খোঁজখবর করা এবং প্রশিক্ষণসহ ম্যাচ খেলানো সবই হতো। ইয়ামিন খুব ভোরে ঘুম থেকে উঠে রওনা দেন ঢাকায়। সপ্তাহে পাঁচ দিন এই প্রশিক্ষণে যান তিনি। এছাড়া ঢাকার বোরহানউদ্দিন কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে ¯œাতক(সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। গত আড়াই বছর ধরে ঢাকায় প্রশিক্ষণ গ্রহণ করছেন বলে জানান তিনি। তবে মাঝে করোনার কারণে বেশকিছু দিন বন্ধ ছিল। ভোরে তার ঢাকায় যেতে দেড় ঘণ্টা সময় লাগলেও প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় ভিড় থাকায় সময় লাগে আড়াই ঘণ্টা। তার বাড়ি থেকে ধানমন্ডি যাওয়া-আসার দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। তার স্বপ্ন মুশফিকুর রহিমের মত ক্রিকেটার হয়ে জাতীয় ক্রিকেটে বড় অবদান রাখবেন। সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ইয়ামিন।

অন্যদের সাথে শেয়ার করুন ||

আরও সংবাদ ||

                            @  SOMOYBNGLAR # কোনো লেখাছবিভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য

.