১৮ বছর পর সিরাজদিখানে জামায়েত ইসলামীর কমী সন্মেলন।
আরিফ হোসেন হারিছ, মুন্সীগঞ্জ
দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামায়েত ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে । উপজেলার সভাপতি মাওলানা মুহাম্মদ কবির হোসাইনের সভাপিতত্বে শুকবার ১৮ অক্টোবর সকাল ৯ টায় উপজেলা ইউএনও পার্কে এ কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়েত ইসলামী বাংলাদেশ সিরাজদিখান শাখার উদ্দ্যোগে এ সন্মেলনে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ আর উদ্দিপনা দেখা গেছে । সকাল থেকেই মিছিল নিয়ে সন্মেলনে যোগদান করেন নেতাকর্মীরা ।
সন্মেলনে বক্তারা বলেন,‘দীর্ঘদিন আমরা দারি-টুপিয়ালা মানুষদের জালেম সরকার লাঞ্চিত করেছে। ৫ ই আগস্ট জালেম সরকারের পতনের পর আজ আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি এবং কর্মী সম্মেলন করছি। এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। জিহাদ করতে হবে আল্লাহকে খুশি করার জন্যে কোন ব্যাক্তি সার্থের জন্য নয়।
জামায়েত ইসলামী সিরাজদিখান শাখার সেক্রেটারী মো.ওয়াসিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগরের আমীর মওলানা আব্দুল জব্বার ।
সন্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুস, জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ফখর উদ্দিন রাজি,মুন্সীগঞ্জ জেলার সাবেক জেলা আমির আব্দুল আঊয়াল জিহাদী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম,সিরাজদিখান উপজেলা (পশ্চিম)শিবির সভাপতি মো.নুরুল আমিন প্রমুখ ।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।