সিরাজদিখানে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা।
আরিফ হোসেন হারিছ,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ৭ নভেম্বর বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম হায়দার আলীর সঞ্চালনায় এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা মোড়ে জড়ো হয়।পরে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিশাল একটি র্যালী বের হয়ে সন্তোষ পাড়া গোয়ালবাড়ী সহকারি কমিশনার ভূমি কার্যালয়ের সামনের গিয়ে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিল। ১৯৭৫ সালের ৩ থেকে ৬ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশে এক শ্বাসরুদ্ধকর অনিশ্চিত অবস্থা বিরাজ করছিল। হুমকির সম্মুখীন হয়ে পড়েছিল আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব।সেদিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা।
সাধারন সম্পাদক এম হায়দার আলী বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর এক ঐতিহাসিক দিন। ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সকল ষড়যন্ত্র রুখে দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস।
এসময় উপস্থিত ছিলেন রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার, মোয়াজ্জেম হোসেন বাবুল, মো. খিজির চৌধুরী, মাসুম অর রশিদ মাসুদ, আব্দুল লতিব, হাজী নূর হোসেন, হাজী আমিন উদ্দিন, মো. নাছিম খান, মো. নাজমুল হোসেন, ছিদ্দিক মোল্লা, মোস্তাফিজুর রহমান রিপন, ইয়াছিন সুমন,শাহাদাৎ শিকদার, প্রিন্স নাদিম, মো. সাফকাত হোসেন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।