সিরাজদিখানে কৃষিকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।
আরিফ হোসেন হারিছ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদাম, মসুর, মুগ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৮ নভেম্বর বেলা সাড়ে ১১ দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার শাহিনা আক্তারের সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় ১হাজার ৪৩০ জন কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র।তিনি বলেন,চলতি মৌসুমের প্রণোদনা কর্মসূচীর আওতায় মোট ১হাজার ৪৩০ জন কৃষকের মাঝে ফসল প্রতি ১ বিঘা জমি চাষের উদ্দেশ্যে উচ্চ ফলনশীল জাতের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদাম, মসুর, মুগ ও খেসারীর বীজ বিতরণ করা হয়। এছাড়াও কৃষক প্রতি ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, মেধা আচার্য্য, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে.এম. আলমগীরসহ উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।