1. rezaulalam000@gmail.com : সময় বাংলার :
  2. jmitsolution24@gmail.com : JM IT SOLUTION : JM IT SOLUTION
মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে হানাদার মুক্ত দিবস | সময় বাংলার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম ... ||
সিরাজদিখানে ১৫ বছর ধরে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার ক্ষমা রানী দে! দেখার কেউ নেই সিরাজদিখানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং সিরাজদিখানে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবদল নেতার উপর হামলা সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ! সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১ ২বাড়িঘর ভাংচুর সিরাজদিখানে ইউপি সদস্য শাহিন সরদারের সংবাদ সম্মেলন ১৮ বছর পর সিরাজদিখানে জামায়েত ইসলামীর কমী সন্মেলন সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা সত্যিকারের দেশপ্রেমের দায়বদ্ধতার বোধ সৃষ্টি হয়েছে মুন্সীগঞ্জে জাকের পার্টির মহাসচিব সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শ্রীনগরে রোটারী ক্লাব অফ বিক্রমপুর এর আয়োজনে ফ্রী  মেডিক্যাল ক্যাম্প সিরাজদিখানে তারেক রহমানের নির্দেশে প্রতিনিধীদলের পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শেখ মোঃ আব্দুল্লাহ্’র প্রতিনিধীদল পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব-জ্ঞানদীপ ঘোষ শারদীয় দূর্গাউৎসবে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধদের উপহার বিতরণ সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন বালুচর বাজারে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে সভাপতি হিসেবে সৈয়দ আমির হোসেনকে চায় সিরাজদিখানে থানায় হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আরো দুই আসামী গ্রেফতার সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ! সিরাজদিখানে পদ্মহেম ধামে শরতের বিকালে সাঁইজীর বাণীর আসর অনুষ্ঠিত শ্রীনগরে প্রভাব খাটিয়ে মসজিদে অবৈধ কমিটি গঠন এলাকার মুসুল্লিদের নিন্দা সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নিমতলায় প্রতিবাদ সমাবেশ সিরাজদিখান থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় ইউপি চেয়ারম্যান কারগারে সিরাজদিখানে বুকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চেষ্টা সিরাজদিখানের কোলা ইউনিয়নে ২৮৫ জনকে টিসিবি’র পন্য বিতরণ শ্রীনগরে একাধিক মামলার আসামী এমারত শেখ ওরফে এমারত চৌকিদার গ্রেফতার সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত-৫ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ভাংচুর ও  ২০ লক্ষ টাকার মালামাল লুট

মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে হানাদার মুক্ত দিবস

  • সময় বাংলার || শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৮.৫৫ পিএম
মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস উদযাপন 
মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস উদযাপন 

মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে হানাদার মুক্ত দিবস


মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলা হানাদার মুক্ত দিবস উদযাপন করা হয়েছে ১১ই ডিসেম্বর (শনিবার)  যথাযোগ্য মর্যাদার সঙ্গে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যলয় চত্তর থেকে বর্নাঢ্য এক শোভাযাত্রা শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসে শেষ হয়।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা সহ বেলুন উড়িয়ে দিনটি উদযাপন করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন  প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা গন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা ইউনিট কমান্ড , থানা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, পৌর প্রশাসন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পুষ্পার্ঘ অর্পন শেষে সাবেক মুন্সিগঞ্জ জেলা ইউনিট কমান্ডার ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিস উজ্জামান আনিছের আমন্ত্রণে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুন্সিগঞ্জ পৌরসভার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকার উদ্বোধন করা হয়।  আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হীরুর সঞ্চালনায় স্থানীয় সরকার শাখার উপ -পরিচালক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, জেলা পুলিশ আব্দুল মোমেন পিপিএম, সরকারি হরেগঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব।  এছাড়াও আলোচনায় সভায় বক্তরা রাখেন সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিস উজ্জামান আনিছ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, সদর উপজেলা ডেপুটি কমান্ডার শহিদ হোসেন, জেলা সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক শামীম হাওলাদার, এনামুল হক, ৬ উপজেলার বর্তমান ও সাবেক কমান্ডাররা।  অনুষ্ঠানের আয়োজক আনিস উজ্জামান আনিছ তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনীর সদস্যরা মুন্সিগঞ্জ থেকে পালিয়ে যায়।
মুক্ত হয় মুন্সিগঞ্জ জেলা। শহরের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধারা বিজয় পতাকা উত্তোলন করে। প্রতিবছরের ন্যায় এবারো নানা আয়োজনে পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস।  প্রধান অতিথি ফজিলাতুন্নেছা ইন্দিরা তার বক্তব্যে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু না থাকলে সোনার বাংলা সৃষ্টি হত না। এ দেশের স্বাধীনতার মূলমন্ত্রই ছিলেন বঙ্গবন্ধু। এ সময় মুন্সিগঞ্জ পাক হানাদার মুক্তি দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও সালাম জানান প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, তাদের এই আত্মত্যাগের কারনেই স্বাধীন হয়েছে মুন্সিগঞ্জ জেলা।  দেশের চলমান উন্নয়ন পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব সমস্যা হ্রাশ, নারিদের বিভিন্ন সুযোগ সুবিধা, পদ্মা সেতু নির্মান প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎের ব্যবস্থা নিশ্চিতকরন,ভুমিহীনদের প্রধানমন্ত্রীর উপহার ঘর, মুক্তিযুদ্ধোদের সম্মানী ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুন্সিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান জোসনা, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন বাবুল, সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন(মিরকাদিম), বীর মুক্তিযোদ্ধাগণ, সহ হাজারো জন সাধারণ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন ||

আরও সংবাদ ||

                            @  SOMOYBNGLAR # কোনো লেখাছবিভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য

.