1. rezaulalam000@gmail.com : সময় বাংলার :
  2. jmitsolution24@gmail.com : JM IT SOLUTION : JM IT SOLUTION
পদ্মাসেতু সম্পূর্ণ রূপ পাওয়ার পর দিনে দিনে দর্শনার্থীদের নজর কেড়েছে পদ্মাপাড়। | সময় বাংলার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ... ||
সিরাজদিখানে ১৫ বছর ধরে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার ক্ষমা রানী দে! দেখার কেউ নেই সিরাজদিখানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং সিরাজদিখানে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবদল নেতার উপর হামলা সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ! সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১ ২বাড়িঘর ভাংচুর সিরাজদিখানে ইউপি সদস্য শাহিন সরদারের সংবাদ সম্মেলন ১৮ বছর পর সিরাজদিখানে জামায়েত ইসলামীর কমী সন্মেলন সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা সত্যিকারের দেশপ্রেমের দায়বদ্ধতার বোধ সৃষ্টি হয়েছে মুন্সীগঞ্জে জাকের পার্টির মহাসচিব সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শ্রীনগরে রোটারী ক্লাব অফ বিক্রমপুর এর আয়োজনে ফ্রী  মেডিক্যাল ক্যাম্প সিরাজদিখানে তারেক রহমানের নির্দেশে প্রতিনিধীদলের পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শেখ মোঃ আব্দুল্লাহ্’র প্রতিনিধীদল পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব-জ্ঞানদীপ ঘোষ শারদীয় দূর্গাউৎসবে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধদের উপহার বিতরণ সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন বালুচর বাজারে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে সভাপতি হিসেবে সৈয়দ আমির হোসেনকে চায় সিরাজদিখানে থানায় হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আরো দুই আসামী গ্রেফতার সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ! সিরাজদিখানে পদ্মহেম ধামে শরতের বিকালে সাঁইজীর বাণীর আসর অনুষ্ঠিত শ্রীনগরে প্রভাব খাটিয়ে মসজিদে অবৈধ কমিটি গঠন এলাকার মুসুল্লিদের নিন্দা সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নিমতলায় প্রতিবাদ সমাবেশ সিরাজদিখান থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় ইউপি চেয়ারম্যান কারগারে সিরাজদিখানে বুকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চেষ্টা সিরাজদিখানের কোলা ইউনিয়নে ২৮৫ জনকে টিসিবি’র পন্য বিতরণ শ্রীনগরে একাধিক মামলার আসামী এমারত শেখ ওরফে এমারত চৌকিদার গ্রেফতার সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত-৫ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ভাংচুর ও  ২০ লক্ষ টাকার মালামাল লুট

পদ্মাসেতু সম্পূর্ণ রূপ পাওয়ার পর দিনে দিনে দর্শনার্থীদের নজর কেড়েছে পদ্মাপাড়।

  • সময় বাংলার || শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ৯.৪৯ এএম
পদ্মাসেতু সম্পূর্ণ রূপ পাওয়ার পর দিনে দিনে দর্শনার্থীদের নজর কেড়েছে পদ্মাপাড়।
পদ্মাসেতু সম্পূর্ণ রূপ পাওয়ার পর দিনে দিনে দর্শনার্থীদের নজর কেড়েছে পদ্মাপাড়।

পদ্মাসেতু সম্পূর্ণ রূপ পাওয়ার পর দিনে দিনে দর্শনার্থীদের নজর কেড়েছে পদ্মাপাড়।


রুবেল ইসলাম তাহমিদ, মাওয়া থেকে।

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু, সম্পূর্ণ রূপ পাওয়ার পর দিনে দিনে দর্শনার্থীদের নজর কেড়েছে পদ্মাপাড়। প্রতিদিন বিকেলেই লৌহজং উপজেলার পদ্মা পাড়ের বিভিন্ন স্থানে আগমন ঘটে দর্শনার্থীদের। ওপরে খোলা নীল আকাশ, মুক্ত বাতাস আর সামনে সুবিশাল জলরাশি পদ্মা নদী। সবমিলিয়ে সারাদিনের ক্লান্তি শেষে একটু খানি স্বস্তির নিঃশ্বাস নিতে প্রকৃতির টানে ছুটছে নানা বয়সী নারী-পুরুষ মাওয়ার প্রাণকেন্দ্রে আসছে শিশু- কিশোরসহ সব বয়সের নারী পুরুষ।মাওয়ার প্রাণকেন্দ্র শিমুলিয়া ঘাট এবংবাজার বাজার, পুরাতন ফেরিঘাটের মোড় জামান ক্লাব। ঘাটে প্রতিদিন বিকেলে ভিড় জমে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা হাজার হাজার দর্শনার্থীদের।মুন্সিগঞ্জ জেলার অন্যতম পদ্মা অধ্যূষিত উপজেলা পদ্মা থানা এবং লৌহজং থানা।

পদ্মার ভাঙ্গা গড়ার সাথেই বসবাস এই উপজেলার পদ্মা তীরবর্তী কয়েক হাজার মানুষের। প্রায় ৫০ দশক থেকে অনবদ্য ভাঙনের ফলে উপজেলার ১০টি ইউনিয়ের মধ্যে ২/৩ টি ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত। এখন আর আগের মত তুলনামূলক না ভাঙলেও বর্ষা মৌসুমে কিছুটা ভাঙন দেখা দেয়। তবে বর্ষার পানি নেমে যেতেই নদী তীরবর্তী অনেক জায়গায় জেগে ওঠে সুবিস্তৃত চর। এরমধ্য উপজেলার প্রাণ কেন্দ্রে ঘোরদৌড় বাজার এলাকা অন্যতম। পাশের শিমুলিয়া ঘাট টিও।এখানে প্রতি বছরই চর জেগে ওঠায় পদ্মা পাড়ে সৃষ্টি হয় এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। যার টানে মানুষ ছুটে আসে এই পদ্মা পাড়ে।পদ্মা ভাঙন রোধে নির্মাণ করা হয়েছে অস্থায়ী বেরিবাধ। এই বেরিবাঁধ ধরেই পদ্মা পাড়ের প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য  উপভোগ করেন দর্শনার্থীরা।পার্শবর্তী উপজেলা থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা। বিকেল হতে না হতেই মোটর সাইকেল, ইজিবাইক, প্রাইভেটকার সহ বিভিন্ন রকমের যানবাহনে মানুষজনের ভিড় জমে। তবে শুক্রবারেই বেশি জনসমাগম ঘটে। এছাড়াও বিভিন্ন ছুটির দিনসহ বিশেষ দিনে যেন উপচে পড়া ভিড় জমে।সরেজমিনে গেলে দেখা যায়  লৌহজংয়ের হাড়িদিয়, গাওদিয়, শামুর বাড়ি এবং মাওয়ার, শিমুলিয়া ঘাট  পদ্মা পাড়ে দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের আগমনের ফলে পদ্মাপাড়ে গড়ে ওঠেছে দোকানপাটের মেলাও। বিভিন্ন ধরনের খেলনাসহ খাবারের পসরা বসে এখানে।পদ্মা পাড়ের সবচেয়ে আকর্ষনীয় হলো ভাসমান রেস্টুরেন্ট। এছাড়াও রয়েছে ভ্রাম্যমান রেস্টুরেন্ট বাজিগর কিচেন। কুশিয়ারচর কালিতলায়ও খাবারের দোকান

পদ্মাসেতু সম্পূর্ণ রূপ পাওয়ার পর দিনে দিনে দর্শনার্থীদের নজর কেড়েছে পদ্মাপাড়।

পদ্মাসেতু সম্পূর্ণ রূপ পাওয়ার পর দিনে দিনে দর্শনার্থীদের নজর কেড়েছে পদ্মাপাড়।

সহ হরেকরকম খেলনার পসরা সাজিয়ে বসে দোকানিরা।নদীর পাড়ে জিও ব্যাগ ফেলার কারণে নদীর পাড়ে ধরে হেঁটে বেড়ায় দূরদূরান্ত থেকে ছুটে আসা শতশত দর্শনার্থীরা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীদের মিতালী হয় পদ্মা  পানির সাথেও। পানিতে নেমে অনেকে ব্যস্ত হয়ে পড়েন সেলফি তুলতে। অনেকে আবার ট্রলার নিয়েও নদীতে ঘুরে বেড়ান।এভাবেই দিনে দিনে দর্শনার্থীদের নজর কাড়ছে শিমুলিয়া ঘাট এবং মাওয়া এলাকা এই পদ্মা পাড়ের ঘাটগুলো। ফলে স্থানগুলো যেন পরিনত হয়েছে প্রত্যন্ত অঞ্চলের মিনি পর্যটন কেন্দ্র হিসেবে। জেলা সদর থেকে পদ্মা পাড়ে ঘুরতে আসা, ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, “গত বছর বেশ কয়েকবার এসেছিলাম। এ বছর আজ প্রথম আসলাম। জায়গাটা চমৎকার লাগে। তাই মাঝে মাঝেই এখানে ছুটে আসি।”মুন্সিগঞ্জের গজারিয়া থেকে  পদ্মা পাড়ে স্বপরিবারে ঘুরতে আসা মেঘনা ট্রাভেলসের ব্যবসায়ী মামুন মিয়া জানান, সপ্তাহজুড়ে ব্যবসার কাজে থাকতে থাকতে অনেকটা এক ঘেয়েমি মনে হয়। তাই শুক্রবার হলে বিকেলে পরিবার পরিজন নিয়ে পদ্মা পাড়ে ঘুরতে আসি। এখানে আসলে বেশ ভালই লাগে। পরিবেশটা খুবই চমৎকার।”কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রূপক জানান, “গাওদিয়া এলাকা পদ্মা ভাঙনরোধে জিও ব্যাগ ফেলানোর পর থেকেই এখানে দর্শনার্থীদের পদচারণা শুরু হয়। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রায় প্রতিদিনই এখানে লোকজন ছুটে আসে। ফলে এখানে বিভিন্ন ধরনের দোকানও বসে। বলতে গেলে বিকেলে একটা ছোট্ট পরিসরের মেলায় রূপ নেয় স্থানটি। এখানে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের যেন কোনো প্রকার সমস্যা না হয় সেদিকেও আমাদের সুদৃষ্টি রয়েছে।”এ বিষয়ে পদ্মা থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, যেভাবে করে পদ্মাসেতু কে কেন্দ্র করে দর্শনার্থীরা দূরদূরান্ত থেকে পদ্মা সেতুকে খুব কাছ থেকে দেখার জন্য ভিড় করছেন খুব অল্পসময়ের মধ্যেই টুরিস্ট পুলিশ নিয়োগ জরুরী হতে পারে। তবে বর্তমানে এই পর্যন্ত কোন অনাকাঙ্খিত ঘটনার শিকার হতে হয়নি সেতু এলাকায় বেড়াতে আসা দর্শনার্থীদের।।

অন্যদের সাথে শেয়ার করুন ||

আরও সংবাদ ||

                            @  SOMOYBNGLAR # কোনো লেখাছবিভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য

.