1. rezaulalam000@gmail.com : সময় বাংলার :
  2. jmitsolution24@gmail.com : JM IT SOLUTION : JM IT SOLUTION
কার মাথায় উঠবে বিজয়ীর মুকুট ভারত নাকি দক্ষিণ আফ্রিকা | সময় বাংলার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ... ||
সিরাজদিখানে ১৫ বছর ধরে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার ক্ষমা রানী দে! দেখার কেউ নেই সিরাজদিখানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং সিরাজদিখানে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবদল নেতার উপর হামলা সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ! সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১ ২বাড়িঘর ভাংচুর সিরাজদিখানে ইউপি সদস্য শাহিন সরদারের সংবাদ সম্মেলন ১৮ বছর পর সিরাজদিখানে জামায়েত ইসলামীর কমী সন্মেলন সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা সত্যিকারের দেশপ্রেমের দায়বদ্ধতার বোধ সৃষ্টি হয়েছে মুন্সীগঞ্জে জাকের পার্টির মহাসচিব সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শ্রীনগরে রোটারী ক্লাব অফ বিক্রমপুর এর আয়োজনে ফ্রী  মেডিক্যাল ক্যাম্প সিরাজদিখানে তারেক রহমানের নির্দেশে প্রতিনিধীদলের পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শেখ মোঃ আব্দুল্লাহ্’র প্রতিনিধীদল পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব-জ্ঞানদীপ ঘোষ শারদীয় দূর্গাউৎসবে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধদের উপহার বিতরণ সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন বালুচর বাজারে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে সভাপতি হিসেবে সৈয়দ আমির হোসেনকে চায় সিরাজদিখানে থানায় হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আরো দুই আসামী গ্রেফতার সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ! সিরাজদিখানে পদ্মহেম ধামে শরতের বিকালে সাঁইজীর বাণীর আসর অনুষ্ঠিত শ্রীনগরে প্রভাব খাটিয়ে মসজিদে অবৈধ কমিটি গঠন এলাকার মুসুল্লিদের নিন্দা সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নিমতলায় প্রতিবাদ সমাবেশ সিরাজদিখান থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় ইউপি চেয়ারম্যান কারগারে সিরাজদিখানে বুকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চেষ্টা সিরাজদিখানের কোলা ইউনিয়নে ২৮৫ জনকে টিসিবি’র পন্য বিতরণ শ্রীনগরে একাধিক মামলার আসামী এমারত শেখ ওরফে এমারত চৌকিদার গ্রেফতার সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত-৫ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ভাংচুর ও  ২০ লক্ষ টাকার মালামাল লুট

কার মাথায় উঠবে বিজয়ীর মুকুট ভারত নাকি দক্ষিণ আফ্রিকা

  • সময় বাংলার || শনিবার, ২৯ জুন, ২০২৪, ৪.০৯ পিএম
ভারত নাকি দক্ষিণ আফ্রিকা কার মাথায় উঠবে বিজয়ীর মুকুট
ভারত নাকি দক্ষিণ আফ্রিকা কার মাথায় উঠবে বিজয়ীর মুকুট

দীর্ঘ এক মাসের লড়াই শেষে ফাইনালের মঞ্চে পা রেখেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বমঞ্চের এই লড়াইয়ে মুখোমুখি এশিয়া ও আফ্রিকা মহাদেশ। এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

বহু প্রতীক্ষিত এই ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্বাডোজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালে। বাংলাদেশ সময় রাত সড়ে আটটায় মুখোমুখি হবে টুর্নামেন্ট জুড়ে অপরাজিত দুই দল।

জোহানেসবার্গে সেই ২০০৭ সালের পর আর ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে বিশ্বকাপ তুলতে পারেনি টিম ইন্ডিয়া। সেই খরা কি এবার কাটবে? নাকি দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্বকাপ জয়ের মঞ্চ হবে এটা? আর মাত্র কয়েক ঘণ্টা পরই এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে ক্রিকেট বিশ্ব।

প্রথম বিশ্বকাপ শিরোপার সুবাস নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ১৭ বছরের খরা ঘোচানোর স্বপ্নে লড়াইয়ে নামবে ভারত। এর আগে, মোট সাতবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এবারই প্রথম ফাইনালে পা রাখলো প্রোটিয়ারা। আসরজুড়ে দলের পারফর্ম্যান্স ফাইনালের আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে অধিনায়ক এইডেন মার্করামকে।

ভারত ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে, ২বার ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন হয়েছে উপমহাদেশের দলটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দু’দলের দেখা হয়েছে ২৬ বার। ভারত জিতেছে ১৪ বার। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার জয় ১১টি ম্যাচে।

বার্বাডোজের এই মাঠে এবারই প্রথমবার দেখা হচ্ছে দুদলের। এই মাঠে ৩২ ম্যাচের ১৯টিতে জিতেছে আগে ব্যাট করা দল। পরে ব্যাট করা দলের জয় ১১টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে, মোট ৬ বার মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে ভারতের জয় ৪টি, দক্ষিণ আফ্রিকার জয় ২টি।

সবশেষ ২০১৪ সালে, টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ভারত। সেবার লঙ্কানদের কাছে শিরোপা হাত ছাড়া হয়েছিল ধোনির দলের। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও শিরোপা ঘরে তুলতে পারেনি রোহিত-কোহলিরা। এবার আরও একটি সুযোগ শিরোপা খরা কাটানোর।

এবারের বিশ্বকাপ পারফরমান্স বিবেচনায় দু’দলই সমান শক্তিশালী। তবে ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রানমেশিন বিরাট কোহলির ব্যাটিংয়ে রান না পাওয়া। এই বিশ্বকাপে নিজের ছায়া হয়ে রয়েছেন তিনি। বিশেষ করে তার নিজের ব্যাটিং পজিশন মিডল অর্ডার থেকে ওপেন করতে নেমে সুবিধা করতে পারছেন না তিনি। তবে শেষ ম্যাচে ভারত কাপ্তান বলেছেন ভিরাটকে নিয়ে তিনি চিন্তিত নন। ভিরাট বিগ ম্যাচ প্লেয়ার, হয়তো ফাইনালে জ্বলে ওঠার জন্যই অপেক্ষায় আছেন।

সত্যি যদি কোহলি ফাইনালে জ্বলে ওঠেন, তাহলে আফ্রিকানদের জন্য হবে সেটা বড়ো দুশ্চিন্তার ব্যাপার।

এবারের আসরে এই মাঠে এটি হবে নবম ম্যাচ। প্রথম ম্যাচে নামিবিয়া ও ওমানের লড়াই গড়িয়েছিল সুপার ওভারে। তবে বাকি ম্যাচগুলোর কোনটিই প্রতিযোগিতা পূর্ণ হয়নি। তবে এই মাঠে আগে ব্যাট করা দল বাড়তি সুযোগ পেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

খেলা মাঠে গড়ানো নিয়ে রয়েছে বাড়তি শঙ্কা। আবহাওয়া অফিস বলছে, খেলারদিন বৃষ্টি হওয়ার সম্ভবনা ৫০ শতাংশ। তবে নির্দিষ্ট সময়ে খেলা শেষ করতে না পারলে ম্যাচ গড়াবে রিভার্জ ডে তে।

দেখা যাক শেষ পর্যন্ত কে হবে এই মহারনের বিজয়ী, ভারত নাকি আফ্রিকা।

অন্যদের সাথে শেয়ার করুন ||

আরও সংবাদ ||

                            @  SOMOYBNGLAR # কোনো লেখাছবিভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য

.