1. rezaulalam000@gmail.com : সময় বাংলার :
  2. jmitsolution24@gmail.com : JM IT SOLUTION : JM IT SOLUTION
আজ খুলছে বেশ কিছু মার্কেট তবে শঙ্কা নিয়ে । | সময় বাংলার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম ... ||
সিরাজদিখানে ১৫ বছর ধরে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার ক্ষমা রানী দে! দেখার কেউ নেই সিরাজদিখানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং সিরাজদিখানে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবদল নেতার উপর হামলা সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ! সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১ ২বাড়িঘর ভাংচুর সিরাজদিখানে ইউপি সদস্য শাহিন সরদারের সংবাদ সম্মেলন ১৮ বছর পর সিরাজদিখানে জামায়েত ইসলামীর কমী সন্মেলন সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা সত্যিকারের দেশপ্রেমের দায়বদ্ধতার বোধ সৃষ্টি হয়েছে মুন্সীগঞ্জে জাকের পার্টির মহাসচিব সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শ্রীনগরে রোটারী ক্লাব অফ বিক্রমপুর এর আয়োজনে ফ্রী  মেডিক্যাল ক্যাম্প সিরাজদিখানে তারেক রহমানের নির্দেশে প্রতিনিধীদলের পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শেখ মোঃ আব্দুল্লাহ্’র প্রতিনিধীদল পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব-জ্ঞানদীপ ঘোষ শারদীয় দূর্গাউৎসবে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধদের উপহার বিতরণ সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন বালুচর বাজারে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে সভাপতি হিসেবে সৈয়দ আমির হোসেনকে চায় সিরাজদিখানে থানায় হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আরো দুই আসামী গ্রেফতার সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ! সিরাজদিখানে পদ্মহেম ধামে শরতের বিকালে সাঁইজীর বাণীর আসর অনুষ্ঠিত শ্রীনগরে প্রভাব খাটিয়ে মসজিদে অবৈধ কমিটি গঠন এলাকার মুসুল্লিদের নিন্দা সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নিমতলায় প্রতিবাদ সমাবেশ সিরাজদিখান থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় ইউপি চেয়ারম্যান কারগারে সিরাজদিখানে বুকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চেষ্টা সিরাজদিখানের কোলা ইউনিয়নে ২৮৫ জনকে টিসিবি’র পন্য বিতরণ শ্রীনগরে একাধিক মামলার আসামী এমারত শেখ ওরফে এমারত চৌকিদার গ্রেফতার সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত-৫ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ভাংচুর ও  ২০ লক্ষ টাকার মালামাল লুট

আজ খুলছে বেশ কিছু মার্কেট তবে শঙ্কা নিয়ে ।

  • সময় বাংলার || রবিবার, ১০ মে, ২০২০, ৯.৩৩ এএম
india ‎25 07. ‎2018 189
                                                                                     পুরোনো ছবি
স্পেশাল করেসপন্ডেন্ট । মোঃ রুবেল ইসলাম তাহমিদ“ ঢাকা ।

করোনা সংক্রমণের মধ্যে ঈদবাজারে সীমিত পরিসরে শপিংমল ও মার্কেট খোলার অনুমতি মিললেও স্বাস্থ্যঝুঁকি এড়াতে বড় শপিংমলসহ রাজধানীর অধিকাংশ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে মার্কেট খোলা-না খোলার দ্বিধা কাটিয়ে আজ থেকে রাজধানীতে খুলছে বেশকিছু মার্কেট। এসব মার্কেট ও বিপণিবিতান খোলার সিদ্ধান্তে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাজারসংশ্লিষ্টরা। ভাইরাস সংক্রমণে আতঙ্কিত সচেতন নাগরিকরাও। দেশের অন্যতম বড় শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কসহ বায়তুল মোকাররম মার্কেট, ঢাকা নিউমার্কেট, চাঁদনীচক, গাউছিয়া, নুর ম্যানসন, চিসতিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, বঙ্গবাজার মহানগর শপিং কমপ্লেক্স, ফুলবাড়িয়ার মার্কেট, মৌচাক ও আনারকলি মার্কেট, ইন্টার্ন মল্লিকা, মোতালেব প্লাজাসহ রাজধানীর অধিকাংশ মার্কেট না খোলার সিদ্ধান্ত জানিয়েছে। বর্তমান পরিস্থিতিতে দোকানদার-ক্রেতা উভয়ের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
তবে গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, নিউ সুপার মার্কেট, রাপা প্লাজা, রাজধানী মার্কেট, গাজী শপিং কমপ্লেক্স, এলিফ্যান্ট রোডের দোকানসহ রাজধানীর বেশকিছু মার্কেট আজ থেকে খোলা থাকছে। এ ছাড়া ইস্ট বেঙ্গল সুপার মার্কেট, লেডিস পার্ক মার্কেট ও ইসলামপুরের মার্কেটসহ পুরান ঢাকার বেশকিছু মার্কেট খোলা হচ্ছে। পাশাপাশি আড়ংসহ বেশ কয়েকটি দেশীয় ফ্যাশন হাউস ও বিপণিবিতানও খোলা থাকছে। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আমাদের সময়কে বলেন, আমরা গত ২৭ এপ্রিল দোকান, শপিংমল খোলার আবেদন করেছিলাম। কিন্তু খোলার অনুমতি পেতে দেরি হয়ে গেছে। ঈদের আগে এত অল্প সময়ে প্রস্তুতি নেওয়া কঠিন। তা ছাড়া প্রতিদিন করোনার আক্রান্তের সংখ্যাও বাড়ছে; জনমনে আতঙ্ক বাড়ছে। তাই ইতোমধ্যেই রাজধানীর অনেক মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যারা দ্বিধায় ছিল তারাও শনিবার বিকালের মধ্যে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বেশকিছু মার্কেট খোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেট, রাপা প্লাজাসহ রাজধানীর প্রতিষ্ঠিত কয়েকটি মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া পুরান ঢাকার ইসলামপুর ও উত্তরার কয়েকটি মার্কেট খোলার সিদ্ধান্ত জানিয়েছে। যেসব মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছে তাদের সরকারের সব নির্দেশনা ও স্বাস্থ্য নিরাপত্তা মেনেই ব্যবসা পরিচালনার নির্দেশনা দিয়েছি আমরা।

এলিফেন্ট রোড দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান বলেন, আমাদের মার্কেটে কেউ চাইলে খোলা রাখতে পারেন। আবার কেউ চাইলে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখতে পারেন। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখা যায়। সরকারের সব স্বাস্থবিধি মেনেই দোকান পরিচালিত হবে। সদরঘাট এলাকার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটসহ আশপাশে বেশ কয়েকটি মার্কেট খোলার প্রস্তুতি নিতে দেখা গেছে গতকাল। একই চিত্র ইসলামপুর কাপড়ের মার্কেটগুলোতেও। এ ছাড়া পির ইয়ামিন মার্কেটসংলগ্ন পাঞ্জাবির দোকানগুলোও খুলতে শুরু করেছে। অন্যদিকে দেশীয় কাপড়ের ব্র্যান্ডশপ আড়ংয়ের রাজধানীর শাখাগুলো খুলছে নিজস্ব বিধি মেনে। ব্র্যাক সোশ্যাল এন্টারপ্রাইজেসের ম্যানেজিং ডিরেক্টর তামারা আবেদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আড়ং সীমিত পরিসরে তাদের ২১ আউটলেটের মধ্যে ১৭টি আউটলেট খুলবে আজ থেকে। অনলাইনে নাম নিবন্ধন করেই একজন ক্রেতা আড়ংয়ে প্রবেশের সুযোগ পাবেন। আর কেনাকাটার জন্য সময় পাবেন এক ঘণ্টা। অন্যদিকে দেশীয় অন্য ফ্যাশন হাউসগুলোও এখনই না খুললেও পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজ নিজ সিদ্ধান্তে খুলবে বলে জানিয়েছে ফ্যাশন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)। তবে এ ক্ষেত্রে অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধির সব শর্ত ও নির্দেশনা মেনে চলতে হবে বলে জানায় সংগঠনটি। এদিকে মার্কেট ও বিপণিবিতানগুলো খুলে যাওয়ায় ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জনস্বাস্থ্য আরও ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা। করোনা সংক্রমণের মধ্যে এখনই মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি আত্মঘাতী বলে মনে করছেন তারা। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি মো. গোলাম রহমান  সময় বাংলাকে কে বলেন, সরকারের তরফ থেকে যতই শর্ত-নির্দেশনা দেওয়া হোক না কেন, মার্কেট খুলে গেলে অবশ্যই ভাইরাসের সংক্রমণ বাড়বে। করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে মার্কেট খোলার সিদ্ধান্ত সুবিবেচনা প্রসূত হবে না। তাই যেসব মার্কেট কর্তৃপক্ষ জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। জীবন-জীবিকার দ্বন্দ্ব থাকবেই। সেখানে জীবনের গুরুত্বটাই প্রাধান্য পাওয়া উচিত। এ মুহূর্তে মার্কেট খোলার অনুমতি দিয়ে সরকার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মন্তব্য করে তিনি আরও বলেন, জীবন বিপন্ন হলে অর্থনীতি এমনিতেই ক্ষতির মুখে পড়বে। ঈদ আরও আসবে জীবনে। ঈদ মানেই পোশাক, উপহার আর কেনাকাটা নয়। উপহারের চেয়ে জীবনটাই বড়। কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ বলেন, মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের মারাত্মক ভুলে পরিণত হতে পারে। ভাইরাস এখনো সংক্রমিত হচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আরও কিছু সময় আমাদের সব ধরনের সামাজিক দূরত্ব মেনে চলা দরকার। করোনা আক্রান্তের সংখ্যা যেখানে বাড়ছে সেখানে মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই আত্মঘাতী। যারা মার্কেট বন্ধ রেখেছেন তারা সচেতনতার পরিচয় দিয়েছেন। অন্যদেরও তা অনুসরণ করা উচিত। এর আগে ৪ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল ১০ মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। এতে বলা হয়, কোভিড-১৯ রোগের বিস্তাররোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী ৭ থেকে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি/জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা/সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ পরিপ্রেক্ষিতে শর্তাদি বিবেচনা করে বিভিন্ন জেলা ও উপজেলায় অভ্যন্তরীণভাবে ব্যবসা-বাণিজ্য, দোকানপাট, শপিংমলসহ অন্যান্য কার্যাবলি ১০ মে থেকে সীমিত আকারে খুলে দিতে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হলো। তবে এ ক্ষেত্রে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা যোগাযোগ/চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যদিকে গত বৃহস্পতিবার ক্রেতার নিজ এলাকার দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে কেনাকাটা করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, প্রত্যেক ক্রেতাকে নিজ পরিচয়পত্র (আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) ইত্যাদি সঙ্গে রাখতে হবে। করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে শপিংমল ও মার্কেট খোলা রাখার বিষয়ে ১৪টি নির্দেশনা দিয়েছে ডিএমপি।

অন্যদের সাথে শেয়ার করুন ||

আরও সংবাদ ||

                            @  SOMOYBNGLAR # কোনো লেখাছবিভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য

.