1. rezaulalam000@gmail.com : সময় বাংলার :
  2. jmitsolution24@gmail.com : JM IT SOLUTION : JM IT SOLUTION
দেশের পোশাক কারখানা তিন ধাপে খুলছে । | সময় বাংলার
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম ... ||
সিরাজদিখানে ১৫ বছর ধরে স্বামী কর্তৃক নির্যাতনের শিকার ক্ষমা রানী দে! দেখার কেউ নেই সিরাজদিখানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং সিরাজদিখানে পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবদল নেতার উপর হামলা সিরাজদিখানে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ! সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১ ২বাড়িঘর ভাংচুর সিরাজদিখানে ইউপি সদস্য শাহিন সরদারের সংবাদ সম্মেলন ১৮ বছর পর সিরাজদিখানে জামায়েত ইসলামীর কমী সন্মেলন সিরাজদিখানে বালুচর থানা পুলিশ এর আয়োজনে মতবিনিময় সভা সত্যিকারের দেশপ্রেমের দায়বদ্ধতার বোধ সৃষ্টি হয়েছে মুন্সীগঞ্জে জাকের পার্টির মহাসচিব সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের ইয়াবা গাঁজা ও ফেনসিডিল সহ ৩০৮ মামলার আলামত ধ্বংস শ্রীনগরে রোটারী ক্লাব অফ বিক্রমপুর এর আয়োজনে ফ্রী  মেডিক্যাল ক্যাম্প সিরাজদিখানে তারেক রহমানের নির্দেশে প্রতিনিধীদলের পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শেখ মোঃ আব্দুল্লাহ্’র প্রতিনিধীদল পূজা মন্ডপ পরিদর্শন সিরাজদিখানে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব-জ্ঞানদীপ ঘোষ শারদীয় দূর্গাউৎসবে সনাতন ১৯৯৮- ২০০০ গ্রুপের বন্ধদের উপহার বিতরণ সিরাজদিখানে উপজেলা প্রশাসনের পূজামণ্ডপ পরিদর্শন বালুচর বাজারে শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে সভাপতি হিসেবে সৈয়দ আমির হোসেনকে চায় সিরাজদিখানে থানায় হামলা অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আরো দুই আসামী গ্রেফতার সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, নেতাকর্মীদের ক্ষোভ! সিরাজদিখানে পদ্মহেম ধামে শরতের বিকালে সাঁইজীর বাণীর আসর অনুষ্ঠিত শ্রীনগরে প্রভাব খাটিয়ে মসজিদে অবৈধ কমিটি গঠন এলাকার মুসুল্লিদের নিন্দা সিরাজদিখানে ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ ভারতে ইসলাম ধর্ম এবং রাসূল (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নিমতলায় প্রতিবাদ সমাবেশ সিরাজদিখান থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলায় ইউপি চেয়ারম্যান কারগারে সিরাজদিখানে বুকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চেষ্টা সিরাজদিখানের কোলা ইউনিয়নে ২৮৫ জনকে টিসিবি’র পন্য বিতরণ শ্রীনগরে একাধিক মামলার আসামী এমারত শেখ ওরফে এমারত চৌকিদার গ্রেফতার সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত-৫ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে ভাংচুর ও  ২০ লক্ষ টাকার মালামাল লুট

দেশের পোশাক কারখানা তিন ধাপে খুলছে ।

  • সময় বাংলার || রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৯.১০ এএম
garment

আব্দুল্লাহ কাফি

করোনা সংক্রমণ ঠেকাতে দেশ একমাস ধরে লকডাউনে। শিল্প কারখানা বন্ধ থাকায় সব উৎপাদন বন্ধ। এ অবস্থা চলতে থাকলে খাদ্য সংকট থেকে শুরু করে অর্থনীতি অচল হয়ে পড়বে। বিশ্বের অনেক দেশ শিল্প কারখানা, অফিস-আদালত স্বল্প আকারে হলেও খুলতে শুরু করেছে। সব দিক বিবেচনায় নিয়ে পোশাকশিল্প ও বস্ত্রশিল্প ধাপে ধাপে খোলার পরামর্শ দেয় দুর্যোগকালীন সময়ে গঠিত টাস্কফোর্স।

শিল্পমালিকদের সংগঠনগুলোকে তিন ধাপে শিল্প কারখানা খুলতে বলা হয়েছে। এ পরামর্শের আলোকে আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত পোশাক ও বস্ত্র কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনো শ্রমিক ঢাকার বাইরে থেকে নিয়ে আসবেন না কারখানা মালিকরা।

কারখানাগুলোর আশপাশে যেসব শ্রমিক রয়েছেন, তাদের নিয়ে স্বল্পপরিসরে কাজ শুরু করবে। যাদের রপ্তানি আদেশ রয়েছে, তারাই কারখানা খুলতে পারবে। এ ক্ষেত্রে যেসব শ্রমিক গ্রামে থাকবেন, কাজে যোগ দিতে পারবেন- না তাদের বেতন ঈদ বোনাস নিয়ে কোনো সমস্যা হবে না। মোবাইলের মাধ্যমে পাওনা পেয়ে যাবেন। তাদের চাকরি অব্যাহত থাকবে। বর্তমান করোনা সংকটকালীন সময়ে গঠিত টাস্কফোর্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

টাস্কফোর্স সূত্র জানায়, আলোচনার ভিত্তিতে বিজিএমইএকে ২৬, ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন এলাকার কারখানাগুলো খুলতে বলা হয়। এর পর ২৮, ২৯, ৩০ এপ্রিল আশুলিয়া বাজার থেকে শুরু করে মানিকগঞ্জ পর্যন্ত অবস্থিত কারখানাগুলো তিন ধাপে খুলবে পর্যায়ক্রমে। ৩০ এপ্রিল কাঁচপুর, রূপগঞ্জ ও নরসিংদী এলাকার কারখানা খুলবে। ৩০ তারিখ থেকে ৪ মে পর্যন্ত ময়মনসিংহ পর্যন্ত কারখানাগুলো পর্যায়ক্রমে খুলবে।

জানতে চাইলে গঠিত টাস্কফোর্সের প্রধান সমন্বয়ক সংসদ সদস্য ও সাবেক বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী আমাদের সময়কে বলেন, কারখানা এলাকায় যেসব শ্রমিক আছেন, তারাই কেবল কারখানাগুলোয় কাজ করতে পারবেন। বাইরে থেকে শ্রমিক নিয়ে কাজ করা যাবে না। যেসব শ্রমিক গ্রামের বাড়িতে রয়েছেন, তাদের কাজে যোগ দিতে হবে না।

মাস শেষে বেতন ও সামনের ঈদের বোনাস তাদের অ্যাকাউন্টে চলে যাবে। কারও চাকরি যাবে না। এ বিষয়ে শ্রমিকরা নিশ্চিন্তে থাকতে পারেন। কোনো ধরনের সমস্যা হবে না। পরবর্তী সময়ে পরিবেশ স্বাভাবিক হলে তারা কাজে যোগ দেবেন। তিনি বলেন, আমাদের অনেক শ্রমঘন শিল্প, তাই ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেক্সটাইল খোলার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন আমাদের সময়কে বলেন, যাদের আবাসিক শ্রমিক আছে তারাই কেবল টেক্সটাইল খুলবেন। বাইরে থেকে শ্রমিক ডেকে আনা যাবে না। কেবল টেক্সটাইলের মধ্যে যেসব শ্রমিক আছেন তারাই কাজ করতে পারবেন। এরপর যারা কারখানার কাছাকাছি থাকেন, তারা কাজে যোগ দিতে পারবেন।

গণপরিবহন চালু না হওয়া পর্যন্ত অন্য জেলার শ্রমিক কারখানায় প্রবেশ করতে পারবেন না। যেসব শ্রমিক বাড়িতে আছেন, তাদের কোনো সমস্যা হবে না। তাদের বেতন-ভাতা বাড়িতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। আপাতত স্বল্প আকারে খোলা হবে। তিনি বলেন, আগামীকাল (আজ) আবাসিক শ্রমিক দিয়ে টেক্সটাইল চালু হবে। কারণ এসব শ্রমিক বেকার, শুধু শুধু টেক্সাইলের মধ্যেই বসে আছেন।

নিট পোশাক কারখানা খোলার বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সংগঠন বিকেএমইএর সাবেক সহসভাপতি ফজলে শামীম এহসান আমাদের সময়কে বলেন, যেসব কারখানায় ১০ থেকে ১২ ফুট দূরে দাঁড়িয়ে কাজ করতে হয়, সেগুলো প্রথম দিকে খোলা হবে। যেমন ডায়িং সেকশন, নিটিং সেকশন। এসব জায়গায় স্বাস্থ্যঝুঁঁকির কোনো আশঙ্কা নেই। এগুলো এখনো চলতে পারত। বন্ধ না করলেও সমস্যা ছিল না।

একেকটা মেশিনে ১৫-২০ মানুষ কাজ করেন অনেক দূরে দূরে থেকে। তাই সমস্যা নেই। ডায়িং সেকশনে মেশিনের এপারে একজনে কাজ করেন, অন্য পারে আরেকজন কাজ করেন। অনেক দূরত্ব থাকে। তাই সমস্যা হবে না। মূলত যাদের কাজ আছে তারাই কারখানা খুলবে, আর যাদের কাজ নেই তারা এমনিতেই খুলবে না। তিনি বলেন, যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারবেন না, তাদের কোনো সমস্যা হবে না। তারা ঘরে বসেই বেতন-ভাতা পাবেন। কোনো শ্রমিক যদি অসুস্থ হন অথবা করোনায় আক্রান্ত হন- তা হলে কারখানা মালিকরাই চিকিৎসা ব্যয় বহন করবে বলেও জানান তিনি।

অন্যদিকে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন আমাদের সময়কে বলেন, আমরা চাই পোশাক কারখানা চালু করা হোক। তবে এ ক্ষেত্রে যারা এ বিষয়টি ভালো বুঝবেন, তাদের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ হচ্ছে- ভাইরাসের কারণে সব কিছু বন্ধ। আবার খুলতে গিয়ে শ্রমিকরা যেন বিপদে না পড়ে। শ্রমিকদের সুরক্ষা দিয়েই কাজ করা উচিত।

তিনি বলেন, ক্ষতি যা হয়েছে তো হয়েছে। এখন যদি আবার ক্ষতি হয়, তা হলে সে ক্ষতি আর পোষানো যাবে না। তাই যদি খুলতেও হয় সেটা মালিকদের কথায় নয়, এ বিষয়ে যারা দক্ষ তাদের সঙ্গেঙ্গ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা এই অজানা ভাইরাস সম্পর্কে কিছুই জানি না।

এদিকে জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, অর্থনীতি বিবেচনা করলে কারখানা স্বল্প আকারে হলেও খোলা উচিত। তবে অবশ্যই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারলে স্বল আকারে কম শ্রমিক নিয়ে কারখানা চালুর ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। তিনি আরও বলেন, দেশ, শিল্প, অর্থনীতি এগুলো বিবেচনায় নিতে হয়। উৎপাদন না হলে দুদিন পর সবাইকে খাদ্যাভাবে মরতে হবে। তাই যতটা পারা যায় সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে।

a

অন্যদের সাথে শেয়ার করুন ||

আরও সংবাদ ||

                            @  SOMOYBNGLAR # কোনো লেখাছবিভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য

.