দর্শনার্থীদের নয়ন জুড়াচ্ছে স্বপ্নের পদ্মা সেতু।
মোঃ রুবেল ইসলাম তাহমিদ,মাওয়া মুন্সীগঞ্জ ।
দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতুকে কাছ থেকে একপলক দেখতে দূর-দুরান্ত থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ছুটে আসছেন দর্শনার্থীরা। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দর্শনার্থীদের ভিড় ছিল উপচেপড়া।
দুপুর থেকে নানা বয়সী শ্রেনী-পেশার মানুষের আগমনে মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা তীর পরিনিত হয় মিলন মেলায়। দর্শনার্থীদের কেউ মগ্ন সেলফিতে আবার কেউ দূর থেকে কৌতুহলী দৃষ্টিতে দেখছে স্বপ্ন আর বাস্তবতার মোলবন্ধনের এই অবকাঠামো। পদ্মা সেতুর সাথে একটি একই ফ্রেমে নিজেকে আবদ্ধ করতে ব্যস্ত আবার অনেকে। ট্রলার নৌকা যুগে আরেকটু কাছ থেকে ঘুরে আসছে অনেকে। নিজেদের অর্থে নির্মিত দেশের সবচেয়ে বড় ও অবকাঠামো দেখে উচ্ছ্বাসিত দর্শনার্থীরা। তারা জানানা, পদ্মা সেতু বাংলাদেশের কোটি মানুষের গর্ব, বাংলাদেশের সক্ষমতার প্রতীক। বিজয়ের মাসে আরেকটি বড় সফলতা। বিজয়ের মাসে ৪১তম স্প্যানে স্বপ্নের পদ্মা সেতুর ৬.১৫মূল কাঠামোর পুরো অংশ দৃশ্যমান হয়েছে গত ১০ডিসেম্বর। প্রমত্তা পদ্মা জুড়ে এখন পদ্মা সেতুর দূসর রংয়ের কাঠামো পুরোপুরি দৃশ্যমান।