দূর দিগন্তে যে পথ যায় মিশে
ফরিদা রানু
দূর দিগন্তে যে পথ যায় মিশে
বুঝে নিও তুমি পথ হারা নয়
ঐযে সূর্য যে হারায় আলো রাতে
বুঝে নিও তুমি সে নক্ষত্র নিস্প্রভ নয়
এই যে বাতাস বহে এলোমেলো
বুঝে নিও তুমি বায়ু সে গতিহীন নও
ঐ যে নদী ঢেউ ভাঙ্গে এপার ওপার
বুঝে নিও তুমি সে বাঁধনহারা নয়
ঐ যে পাহাড় মাথা উঁচিয়ে দাঁড়িয়ে
বুঝি নিও তুমি সে অহংকারী নয়
ঐ যে আকাশ মাথার উপর ঝলসানো রোদ
বুঝে নিও তুমি এখনও সতেজ আছ
যখন তোমার পাশে কেউ নেই
বুঝে নিও তুমি একা নও
ঐ মেঘ ছায়া হয়ে আশ্রয় দিবে
বাতাসে নি:শ্বাসে প্রাণ পাবে
নদীর গতি তোমাকে সঞ্চারিত করবে
সূর্য কিরণ ঝলমলে সপ্ন দিবে
দিগন্তে নতুন আলোয় বিভোর হবে
শুধু সামনেে এগিয়ে যাও দুর্বার গতিতে
গতি
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।