সিরাজদিখানে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গাজাসহ গ্রেফতার, দল থেকে বহিস্কার।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
১০০ গ্রাম গাজাসহ সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সে রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত শামছুল হক মোল্লার ছেলে। গত শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়। যার নং-১২।
এদিকে গত ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মুন্সিগঞ্জ জেলা শাখার ১নং যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনৈতিক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এনে সোহেল মোল্লাকে সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। বহিষ্কৃত নেতা সোহেল মোল্লার অপকর্মের দায় দল নেবেনা মর্মে উল্লেখ করে শ্রমিকদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নেতাকর্মীদের প্রতি নিদের্শনা দেওয়া হয়।
সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লাকে গাজসহ গ্রেফতার ও তার বিরুদ্ধে মামালা দায়েরের পর আদালতে সোপর্দের বিষয়টি সিরাজদিখান থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।