বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান, গুদাম এবং বসতবাড়িসহ শতাধিক ঘর পুড়ে গেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে একটি দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
আগুনে সাতটি গুদামসহ ৭২টি দোকান ও অর্ধশতাধিক বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের পাশপাশি রোয়াংছড়ি ও বান্দরবান সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্তরা এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার মামুন বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা করছি। কীভাবে আগুন লেগেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।