হবিগঞ্জের পানছড়ি মৌজায় অবৈধ দখল হতে সরকারের ৫৮.৫০ একর জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শনিবার (০৪ জুলাই) সকালে চুনারুঘাট উপজেলার ৫নং শানখোলা ইউনিয়নের অন্তর্গত পানছড়ি মৌজায় ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, ৫ নং শানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ এবং স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিগণ। এ সময় জেলা প্রশাসক উদ্ধারকৃত জমি থেকে অবৈধভাবে গাছ কর্তন থেকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, মুজিববর্ষ উপলক্ষে চুনারুঘাট উপজেলায় ১০০ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসক মহোদয় আজকে এই উদ্ধার কার্যক্রমের শুভ সূচনা করেন। এদিকে চুনারুঘাট উপজেলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন ও দুস্থদের মধ্যে ত্রাণ প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা দেয়া হয়। এছাড়া করোনা আক্রান্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। আজ চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জালাল সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন, চুনারুঘাট পৌরসভার মেয়র মো. নাজিমউদ্দিন শামসু, জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পরিষদের অর্থায়নে সর্বমোট ৭১০ জন কর্মহীন ও দুস্থ ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ত্রাণ এ সহায়তা দেয়া হয়।
এছাড়া ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত সুস্থ হওয়া ২০ জন রোগীর হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। এ সময় ১০ জন হতদরিদ্র ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা হিসেবে অর্থ সহায়তা দেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক চুনারুঘাট ইকো রিসোর্ট প্রকল্পের অগ্রগতি পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, ৫ নং শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ এবং স্থানীয় মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।