মোঃ রুবেল ইসলাম তাহমিদ,মাওয়া-মুন্সীগঞ্জ থেকেঃ
দক্ষিন বঙ্গের অন্যতম নৌপথ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সোমবার সকাল সাড়ে টা থেকে সকল ফেরী চলাচল শুরু হয়েছে। এর আগে রবিবার দিবাগত রাত ১টা থেকে বন্ধ ছিল, এ নৌরুটের সকল প্রকার ফেরী। আজ সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এতে করে প্রায় ১০ঘন্টা বন্ধ ছিল।
প্রতিনিনের মত ঘন কুয়াশার কারণে এক ফুট অদুরে দিকমার্ক সিগন্যাল না দেখার কারনে হুমরি খেয়ে-পড়েন ফেরী মাষ্টার রা তাৎক্ষনিক ভাবে দূর্ঘটনা এড়াতে বিআইডবিøউটিসি কতৃপক্ষ ফেরী চলাচল বন্ধ রাখেন।
মাওয়া বিআইডবিøউটিসি মেরিন অফিসার মোঃ আহম্মেদ আলী জানান, কুয়াশার কারণে গেল মধ্যেরাত থেকে আজ সকাল সাড়ে টা পর্যন্ত সাড়ে ৯ ঘন্টা,ফেরী চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে ১৪ টি ফেরী দিয়ে পারাপার হচ্ছে। ঘাট এলাকায় ৪শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষামান রয়েছে ।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।