জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক ঘোষিত সাতদিনের কঠোর লকডাউনের আজ প্রথম দিনের মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এর নেতৃত্বে পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৮ ব্যবসায়ীকে ১৪শ’ টাকা জরিমানা করা হয়। এদিকে প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে জরুরি সেবামূলক প্রতিষ্টান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যসব দোকানপাট বন্ধ করে যায়। তবে ভ্রাম্যমান আদালতের টিম চলে যাওয়ার পর অনেক ব্যবসায়ি আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। আবার দেখা যায় প্রশাসন না থাকলে দোকান ধাররা আবার দোকান খুলে পেলে। জগন্নাথপুর প্রশাসন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মাঠে ছিলেন। মাঠ থেকে চলে যাওয়ার যে লাউ সেই কদু দোকানরা দোকান খুলে ব্যবসা করছেন, জনসাধারণ রাস্তায় ঘুরা পিরা করছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে কাজ করছি।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।