মাগুরায় ক্রয়কৃত জমি নিয়ে বিরোধ, জমি দখলে মালিকপক্ষকে বাঁধা ও হুমকির অভিযোগ
মতিন রহমান,মাগুরা
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে ক্রয়কৃত জমি দখলে মালিক পক্ষকে বাধা ও হুমকির অভিযোগ উঠেছে। জানা গেছে, বিষ্ণুপুর গ্রামের কায়েম মোল্যার স্ত্রী শুকুরন নেছা তার নামেকৃত ৯ শতক জমি একই গ্রামের আব্দুর রাজ্জাকের নিকট দশ বছর বিক্রি করেন।
ওই জমি বিক্রির কয়েক বছর পর শুকুরন নেছা মারা গেলে তার সন্তান ফারুক মোল্যা ও মান্নান মোল্যা সহ অন্যান্যরা জমি বিক্রির কথা অস্বীকার করে আব্দুর রাজ্জাকে ওই জমিতে আসতে বাধা সৃষ্টি করে বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন আব্দুর রাজ্জাক। এদিকে শুকুুরন নেছার আরেক ছেলে নুর ইসলাম ও স্থানীয়রা ওই জমি বিক্রির কথা স্বীকার করেন। এবিষয়ে জমির মালিক পক্ষ আব্দুর রাজ্জাক ও তার পুত্র শামীম আহমেদ বলেন ফারুক, মান্নান সহ যারা সঠিকভাবে জমি কেনার পরও ঝামেলা সৃষ্টির পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। অন্যদিকে হুমকি ও ভয়ভীতির বিষয়টি মিথ্যা বলে দাবি করেন ফারুক মোল্যা।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।