জিয়াউদ্দিন বাবু সময় বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট।
\১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় ৭২ বছরের বৃদ্ধাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মোঃ ইয়ারব হোসেন ওই নির্দেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ হুমায়ুন কবির মামলায় নথি বরাদ দিেেয় আজাকের বার্তাকে জানান দন্ডপ্রাপ্ত আসামী হচ্ছে মাদারীপুর কালকিনি গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ তোতা হাওলাদার (৭২)। রায় ঘোষণার পর পরই আসামীকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গৌরনদীর দক্ষিণ বিল্লাগ্রামের সুফিয়া বেগম মামলায় উল্লেখ করেন, আসামী তোতা হাওলাদার ২০১০ সনের ১৮ জুন তার মেয়ে ১৪ বছরের লিজাকে প্রথমে বাড়ী থেকে অপহরন করে নিয়ে যায় বিয়ের প্রলোভন দেখিয়ে। এ সময় লিজার বাবা-মা কেউ বাড়িতে ছিলো না।
লিজাকে যখন অপহরন করা হয তখন তার বয়স ছিলো ১৪ বছর। আর আসামী তোতার বয় ছিলো ৬০ বছর। বাদী মামলায় উল্লেখ করেন ২০১০ সনের ১১ জুন বিকেলে বাদীর বাড়ীতে এসে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরন করে নিয়ে যায়। এরপর বাদীর কন্যাকে ঢাকা নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ব্যাপারে ২০১০ সনের ১৭ জুন মামলা দায়ের করেন লিজার মা সুফিয়া বেগম। ২০১০ সনের ৩১ জুলাই মামলার চাজর্শীট দেন গৌরনদী থানার এস আই শাহ জালাল। আদালত ৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা এবং অপরহন মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। মাদক মামলায় ১ জনের ৫ বছরের কারাদন্ড স্টাফ রিপোর্টার \মাদক মামলায় ১ জনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বরিশালের বিভাগীয় স্পেশাল জজ মেহেদী আল মাসুদ ওই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী হচ্ছে গৌরনদী থানার সুন্দরদী গ্রামের মোঃ আলাউদ্দিন মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া। মামলার নথি সুত্রে জানা গেছে র্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন ২০১৮ সনের ৩১ আগস্ট রাত্রে গৌরনদী টরকী বন্দর থেকে দাড়ানো আসামীর কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৮ সনের ৪ অক্টোবর মামলার চাজর্শীট দেন গৌরনদী থানার এস আই আলমগীর হোসেন। আদালত ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসাী জুয়েল মিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।