পদ্মাসেতুতে পারের অপেক্ষায় সাড়ে ৭ কিলোমিটার যানজট।
রুবেল ইসলাম তাহমিদ, লৌহজং-মুন্সীগঞ্জ থেকে ।
পদ্মাসেতুতে পারের অপেক্ষায় সাড়ে ৭ কিলোমিটার যানজট, সাপ্তাহিক ও গেল বড়দিন সহ ৩ দিনের ছুটির কারণে আজ বৃহস্পতিবার সকালে মাওয়া প্রান্তে সেতুর টোলপ্লাজা থেকে ঢাকা মুখী শ্রীনগর ফেরী ঘাট এলাকা পর্যন্ত জট সৃষ্টি হয়। (সকাল থেকে এই যানজট সৃষ্টি হয়েছে) এছাড়া এর আগে পদ্মা সেতুর ৬টি টোলপ্লাজার মধ্যে ২টি টোলপ্লাজা সংস্কারের জন্য বন্ধ ছিল।
তাই ৪টি টোলপ্লাজা দিয়ে টোল নেয়া হচ্ছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এসব তথ্য দিয়ে পদ্মা উত্তর থানার ওসি আলমগীর হোসাইন জানান, টানা ছুটিতে পদ্মা সেতু এলাকায় ঈদের ছুটির মতো ভিড় পড়েছে। এছাড়া স্কুল/কলেজ বন্ধ থাকায় পর্যটকরাও পদ্মা সেতু হয়ে কুয়াকাটাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন পর্যটন এলাকায় যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে ১০টার দিকে চাপ কমে এসেছে। তিনি আরও বলেন, পুলিশ সকাল থেকে সেতু এলাকায় অবস্থান করছে।
আশা করছি দুপুর নাগাদ জট থাকবেনা ।