সময় বাংলার স্টাফ করেসপন্ডেন্ট দিনাজপুর
প্রধান অতিথি এমপি শিবলী সাদিক বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে ৭ই মার্চে যে ভাষণ দেন, তা গুরুত্ব সহকারে নতুন প্রজম্মের নিকট আরও বেশি বেশি করে পৌঁছাত হবে। যাতে তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে। তিনি আর বলেন, বিএনপি এই ভাষনকে অস্কীকার করেছেন, এটি খুবই নিন্দাকর ও দুঃখ জনক।অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ পাঠ করেন শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর অধ্যয়নরত শিক্ষার্থী আবদুল্লাহ আল মুহিদ এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের ভাগ্না প্রাচ্যুর্য। এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মন্ডল, আ,লীগের সিনিয়র সভাপতি শিবেশ কুমার কুন্ডু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার অপু, থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান, সাবেক উপজেলা ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা, সুশিল সমাজের প্রতিনিধি, সুধিজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সীর (জাইকা) সহযোগীতায় এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) বিরামপুরের আয়োজনে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ এবং নারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা, আবৃত্তি, ও কবিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।