আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এন্তাজ উদ্দিন মিয়া ইন্টার ন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার ১১ মার্চ বেলা ১১ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা কলেজ রোড নিজস্ব ক্যাম্পাসে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর। প্রতিষ্ঠানটির সভাপতি ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোঃ মহসিন রেজার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিন শেখ। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,আল জামিয়াতুল মোস্তফাগঞ্জ মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ডাঃ খবির উদ্দিন আহমেদ , লতিফ নিটিং মিঃ লিঃ এর চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ মিয়া, আমেরিকা প্রবাসী মোঃ বাবুল মিয়া, মোঃ আঃ রহিম হাওলাদার, মোঃ কামাল হোসেন,মোঃ নিজাম,মোঃ ভুলু মিয়া, আব্দুল হামিদ, মোঃ তাজুল ইসলাম তালুকদার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন,এন্তাজ উদ্দিন মিয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব মিয়া।
উল্লেখ্য, এন্তাজ উদ্দিন মিয়া ইন্টারন্যাশনাল স্কুল মান সম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে শিক্ষিত সমাজ গঠনের লক্ষে প্লে (১ম) শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ৮০ জন শিশু শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করলো।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।