আবু হাসানুল হুদা রাশেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | সময় বাংলার | গাইবান্ধা
গাইবান্ধা জেলার সদর উপজেলায় সেফটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোস্তফা মিয়ার সেফটিক ট্যাংক থেকে আব্দুল্লাহ মিয়া (৮ মাস) নামের শিশুটিকে পাওয়া যায়। শিশু আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের মাহাবুর রহমানের ছেলে। স্থানীয় ও আত্বীয় সুত্রে জানাযায়, সোমবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে আব্দুল্লাহ মিয়া নিখোঁজ হয়।খোঁজাখুঁজির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে আজ সকাল ৭টার দিকে মোস্তফা মিয়ার সেফটিক ট্যাংকের পাশে একটি কাঁথা পড়ে আছে। তারপরে জল্পনাকল্পনা শুরু হয়। এতে সন্দেহ হলে ট্যাংকের ভেতর তল্লাশি করে আব্দুল্লাহ মিয়ার মরদেহ পাওয়া যায় এবং তা উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। লক্ষীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, শিশুটি আমার আত্নীয়। নিখোঁজের পর আমিসহ প্রায় সহস্রাধিক মানুষ খোঁজাখুঁজি করেছি। পরে আজ সকালে বাড়ির পাশের সেফটিক ট্যাংকে আব্দুল্লা মিয়ার মরদেহ পাওয়া গেছে।ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে আজ সকাল সাড়ে ১১টার দিকে স্বজনদের বাড়ি থেকে আব্দুল্লাহ মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।