মহাকালীতে নির্বাচনী পরবর্তী সহিংসতায় ৩জন আহত
রুবেল ইসলাম তাহমিদ স্পেশাল করেসপন্ডেন্ট | সময় বাংলার | মুন্সীগঞ্জ |
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট গুহেরকান্দি গ্রামের কাঁচির সমর্থক ও মহাকালী ইউনিয়নের নুরাইতলী গ্রামের নৌকার সমর্থকের মধ্যে নির্বাচনী পরবর্তী সহিংসতায় ৩জন আহত হয়েছে। আহতরা সবাই কাঁচির সমর্থক। গতকাল সোমবার ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হচ্ছে সম্্রাট, লিপু ও শামিম। তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসা দেয়া হয়। মহাকালী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি শহিদুল ইসলাম ঢালী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হাজী ফয়সাল বিপ্লবের নির্বাচন করে। তার ভাতিজা মোল্লা রতন নির্বাচন করে নৌকা প্রতীকের মৃণাল কান্তি দাসের। নির্বাচনে হাজি ফয়সাল বিপ্লব জয় লাভে করে। এখানে মৃণালের পরাজয়ের পরপরই মোল্লা রতন নিজ গ্রাম থেকে রাতেই গা ঢাকা দেয়। আর ঘটনার রাতে মোল্লা রতনের খোঁজে আহতরা দল বেঁধে তাদের বাড়িতে যায়। সেই সময়ে বাড়ির লোকজনেরা আত্নরক্ষায় বাড়িতে থাকা লোকজনের তাদের ওপর হামলা চালালে এ ৩জন আহত হয়। মোল্লা রতনের খোঁজে হামলাকারীরা রাতের আঁধারে সেখানে যায়। এমনটি দাবি করা হচ্ছে মোল্লা রতনের পরিবার থেকে।
তবে এ হামলার বিষয়ে সম্রাট বলেন, তারা দলবেধে গল্প ও আড্ডা দেওয়ার জন্য লোহারপুল এলাকায় যায়। তখন তাদের ওপর হঠাৎ হামলা করে মোল্লা রতনের লোকজন। আর তাতেই তারা আহত হন। এ ঘটনার খবর পেয়ে চরকেওয়ার ইউপি চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আফসার উদ্দিন ভুইয়া, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সামসুল কবির মাস্টার ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য হাজি আক্তারুজামান জীবন আহতদেরকে দেখতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটে যান।
এ ঘটনায় সেখানে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ ঘটার পরপরই মুন্সীগঞ্জ সদর থানার একদল পুলিশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে যায়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেন, এ ধরণের ঘটনা সেখানে ঘটেছে বলে শুনেছি। অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।