পাটুরিয়ায় ফেরিডুবি ১০ জনকে জীবিত উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | সময় বাংলার |পাটুরিয়া
পাটুরিয়ায় ফেরিডুবি ১০ জনকে জীবিত উদ্ধামানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে সাতটি ছোট ট্রাক ও দুইটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে রজনীগন্ধা ফেরি। তবে ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট উদ্ধারে কাজ করছে। পাশাপাশি সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।