1. rezaulalam000@gmail.com : সময় বাংলার :
  2. jmitsolution24@gmail.com : JM IT SOLUTION : JM IT SOLUTION
মার্তিনেসের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা | সময় বাংলার
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ... ||
সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় সিরাজদিখানে থানা পুলিশের মতবিনিময় সভা সিরাজদিখানে নির্বাহী অফিসার এর সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় সিরাজদিখানে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গাজাসহ গ্রেফতার, দল থেকে বহিস্কার সিরাজদিখানে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান মুন্সীগঞ্জে বিচারকদের সাথে আইনজীবীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বিচারক দল মাওয়া আড়তের ইলিশ পার্সেল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে । মুন্সীগঞ্জ আদালতে কোর্ট ফি ব্যতীত নগদ টাকার লেনদেন অবৈধ সিরাজদিখানে কৃষিকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ পদ্মার এক হালি ইলিশ ১৪,৪০০ টাকায় বিক্রি। সিরাজদিখানে বিভিন্ন মামলার গ্রেফতার ৪ সিরাজদিখানে অটোচালকের লাশ উদ্ধার সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজদিখান বাজার সড়কে তীব্র যানজট,জণদূর্ভোগ চরমে সিরাজদিখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিরাজদিখানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার অচীরেই নির্বাচনী রোড ম্যাপ দিন- সিরাজদিখানে মীর সরফত আলী সপু সিরাজদিখানে বিএনপি নেতাকে জরিয়ে মিথ্যা   অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে হলফনামা দাখিল স্বাস্থ্য সহকারী সহ ৩ জনের অর্থদন্ড সিরাজদিখানে নিখোঁজের পরে অটোচালকের লাশ হাসপাতালে সিরাজদিখানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার সিরাজদিখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার সিরাজদিখানের সেই বড় ভাই হত্যাকারী ছোট ভাই হারুন ভাবী হাসিনা বেগম সিরাজদিখানে ভাবীর পরকীয়া প্রেমে অন্ধ হয়ে বড় ভাইকে হত্যা সিরাজদিখানে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা মুন্সীগঞ্জে হত্যা মামলা মামলার আসামী শেখ বিল্লাল গ্রেফতার সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী খুন সিরাজদিখানে ৭ ডাকাত গ্রেফতার ৭ লক্ষ টাকা উদ্ধার সিরাজদিখানে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা সিরাজদিখানে খাসমহল বালুচরের চিটার মোস্তফার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজীর মামলা দায়ের

মার্তিনেসের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা

  • সময় বাংলার || বুধবার, ২৬ জুন, ২০২৪, ১১.১৫ এএম
মার্তিনেসের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা
মার্তিনেসের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | সময় বাংলার |

মুহুমুর্হু আক্রমণে চিলির ডিফেন্সকে ব্যস্ত রাখলো আর্জেন্টিনা। কিন্তু কিছুতেই পেলো না কাঙ্ক্ষিত গোলের দেখা।কখনো বাধা হলেন গোলরক্ষক ক্লাদিও ব্রাভো, কখনো গোলপোস্ট। শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেসের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। বুধবার নিউ জার্সিতে কোপা আমেরিকার ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গ্রুপে টানা দুই জয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। তারা চলে গেছে ফাইনালেও। ম্যাচের শুরু থেকে গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ধীরে ধীরে আসে আক্রমণেও। যদিও চিলিও প্রায়ই প্রতি আক্রমণে ভয় ধরায়, কিন্তু আলবিসেলেস্তেদের ডিফেন্স ভাঙতে পারেনি তারা।

২২ মিনিটের মাথায় সবচেয়ে ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু নিকোলাস গঞ্জালেসের নেওয়া শট আটকে দেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। এর মিনিট পাঁচেক পর রদ্রিগো দি পলের শট থামিয়ে দেন চিলির ডিফেন্ডার।

৩০ মিনিটের সময় শূন্যে ভাসা বল ফাঁকায় পেয়ে যান নিকোলাস গঞ্জালেস। কিন্তু তার ধীরগতির হেড সহজেই ধরে ফেলেন ব্রাভো। এই ম্যাচে মেসি চোট পান, তার অস্বস্তিও ছিল স্পষ্ট। কিন্তু এর মধ্যেও চিলিকে ভয় ধরিয়ে দিয়েছিলেন তিনি।

৩৬ মিনিটে তার বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের জোরালো শট পোস্টে লেগে বাইরে চলে যায়। অল্পের জন্য গোল পাওয়া হয়নি তার। ৩ মিনিট পর মেসির কাছ থেকে পাওয়া বল ছয় গজ বক্সের সামনে দাঁড়িয়ে হেড করেন ম্যাক অ্যালিস্টার। কিন্তু তার বলও আটকে যায়।

বিরতির ঠিক আগে অ্যালিস্টারের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। পরের মিনিটে আলভারেসের শট যায় পোস্টের উপর দিয়ে। প্রথমার্ধে আর্জেন্টিনার গোলমুখে একটি শটও নিতে পারেনি চিলি। আলবিসেলেস্তেরা নেয় ১৩টি শট।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে আর্জেন্টিনা। মুর্হুমূহু আক্রমণে পর্যুদস্ত করে চিলিকে। কিন্তু গোলের দেখা মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় দুর্দান্ত এক সুযোগ পায় আলবিসেলেস্তেরা। বক্সের বাইরে থেকে নাহুয়েল মালিনার উদ্দেশ্যে বল বাড়ান মেসি। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন ব্রাভো।

এক মিনিট পর সুযোগ হারান লিসান্দ্রো মার্তিনেসও। ৫৭ মিনিটে আরও একবার ম্যাক অ্যালিস্টারের শট ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। একের পর এক আক্রমণেও গোলের দেখা আর্জেন্টিনা পাচ্ছিল না কিছুতেই।

হুট করে খেলার ধারও কিছুটা কমে যায়। ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেসকে তুলে লাউতারো মার্তিনেসকে নামান লিওনেল স্কালোনি। তার হাত ধরেই গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। তাও একদম শেষ মুহূর্তে।

বক্সে জটলার মধ্যে সেভ দেন ব্রাভো। তার ঠিক পাশেই এক ডিফেন্ডারের সঙ্গে লড়াইয়ে থাকা ম্যাক অ্যালিস্টার গোললাইন সামনে থাকা মার্তিনেসের কাছে বল দেন। বাঁ কর্নার দিয়ে জোরালো এক শটে বল জালে জড়ান মার্তিনেস। ভিআরএ চেক করেও গোল বহাল রাখেন রেফারি।

অতিরিক্ত সময়ে আরও একটি সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু দি মারিয়ার কাছ থেকে পাওয়া পাসে বল জালে জড়াতে পারেননি মার্তিনেস। শেষ অবধি এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

অন্যদের সাথে শেয়ার করুন ||

আরও সংবাদ ||

                            @  SOMOYBNGLAR # কোনো লেখাছবিভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য

.