খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশ করবে বিএনপি। শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। সে অনুযায়ী ইতোমধ্যে সাংগঠনিক প্রস্তুতি সেড়েছেন নেতারা।
প্রায় আট মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে ডাকা বিএনপির এ কর্মসূচিতে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশে থাকবেন বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের শুরুতে বক্তব্য দিবেন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
নয়াপল্টনে এ সমাবেশের জন্য পুলিশের মৌখিক অনুমতি নেয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। তবুও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানা গেছে।