বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশের আয়োজন করেছে দলটি। শনিবার (২৯ জুন) দুপুর আড়াইটায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে বিএনপি।
এদিকে প্রতিবারের মতো এবারও বিএনপির কর্মসূচিকে ঘিরে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যদিও আওয়ামী লীগের দাবি, দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
তবে দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের কোনো আলোচনা সভার সিদ্ধান্ত আগে ছিল না। শুক্রবার (২৮ জুন) বিকেলে হঠাৎ করেই এই আলোচনা সভার ঘোষণা দেওয়া হয়।
এদিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।