ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলায় ” কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় “পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম” বাস্তবায়নের লক্ষ্যে প্রদর্শনীভুক্ত ৭৮ জন কৃষকদের মাঝে জৈব ও অজৈব সার, সবজি ও মসলার বীজ, ফলদ ও ভেষজ চারা, পানির ঝাঝড়ি এবং নেট বিতরণ করা হয়।
আজ সকালে ঝালকাঠি সদর উপজেলার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মুখে প্রদর্শনীভূক্ত ৭৮’জন কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। উক্ত বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রিফাত সিকদার, অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) , ডিএই, ঝালকাঠি। উক্ত বীজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার জনাব আলী আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার জনাব খাদিজা, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো: রাসেল-মনির, এসএএপিপিও জনাব ফনিভূষন ঢালিসহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন পষ্টি সমৃদ্ধ গ্রাম রূপান্তরে এ ধরনের গুচ্ছাকার প্রষ্টি প্রদর্শনী কার্যকরী ভূমিকা রাখবে। তাই প্রদর্শনীভূক্ত সকল কৃষকদের’কে প্রদর্শনী বাস্তবায়নে যন্তশীল হতে পরামর্শ প্রদান করেন।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।