নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য চিকিৎসায় গুণগত ও মানসম্মত ঔষধ বিক্রির মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লার্জ ফার্মার উদ্বোধন হয়েছে কুড়িগ্রামে। গতকাল কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর বাবর টাওয়ারে বিশিষ্ট রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে, লাল ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন,ধরলা গ্রুপের এমডি এ কে এম আবু রায়হান।
এ সময় লার্জ ফার্মা এসোসিয়েশন ডিরেক্টর ও গাজীপুর লার্জ ফার্মার কর্ণধার মামুন বলেন, আধুনিক সেবা ও উন্নত ঔষধ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে ১৯৭২ সাল থেকে লার্জ ফার্মা দেশব্যাপী কাজ করে আসছে।
কুড়িগ্রামের মানুষকে গুণগত ঔষধের মাধ্যমে সেবা দেওয়ার জন্য এখানে দেশের সর্ববৃহৎ ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লার্জ ফার্মার আনুষ্ঠানিক শুভ সূচনা হলো। দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী খুচরা ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লার্জ ফার্মা ‘বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর’ কর্তৃক স্বীকৃত- দেশের প্রথম ডিজিটাল মডেল ফার্মেসী’।এখানে কোন ভেজাল ও নকল ঔষধ নেই।লার্জ ফার্মা রেজিস্ট্রার্ড গ্রেট – ১ ফার্মাসিষ্ট’র তত্ত্বাবধানে পরিচালিত।এ ছাড়া অভিজ্ঞ সেলসম্যান ও ডিপ্লোমা ফার্মাসিষ্ট দ্বারা ঔষধ ডিম্পেসিং এর নিশ্চয়তাসহ বিভিন্ন ধরনের ঔষধের গুণগতমান যাচাই ও নির্দিষ্ট তাপমাত্রায় তা সংরক্ষণের পরে বিক্রয় করা হয়। আজ থেকে এই প্রতিষ্ঠান থেকে সহজেই গুনগত ও মানসম্মত দেশি-বিদেশি মেডিসিন ও ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন ধরনের খাদ্য ও পণ্যসামগ্রী সরবরাহ করা হবে।রংপুর বিভাগের সীমান্তবর্তী নদী বন্দর জেলা কুড়িগ্রামের মানুষের স্বাস্থ্য-চিকিৎসা ও দৈনন্দিন জীবনে প্রয়োজনের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে “লার্জ ফার্মা”।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।