প্রতিনিধি শ্রীনগর মুন্সীগন্জ।
মুন্সীগন্জের শ্রীনগর উপজেলার সবকটি ইউনিয়নে ড্রেজার দিয়ে কৃষি জমিতে মাটি ভরাটের মহোৎসব চলছে । তবে দুটি ইউনিয়নে এর চিত্র খুবই ভয়াবহ । এ দুটি ইউনিয়ন হচ্ছে শ্রীনগর সদর এবং ষোলঘড় ইউনিয়ন। উভয় ইউনিয়নে ফসলি জমিতে বালু ভরাটের কর্মযজ্ঞ চালাচ্ছেন মূলতঃ শ্রীনগর ইউনিয়নের ড্রেজার সিন্ডিকেটের সদস্যরা। ২ নং ওয়ার্ডের কন্দল পাড়া গ্রামের মোতাই শেখের ছেলে কথিত বি এন পি নেতা টিটু এবং আলী মীরের ছেলে সায়েদের ছত্রছায়ায় চলছে প্রায় ১৫/২০ টি ড্রেজার। জানা যায় , উল্লেখিত ব্যক্তিদ্বয় উপজেলার বাউন্ডারি ওয়াল থেকে শ্রীনগর আলমপুর খালের ষোলঘড় কালিবারী পর্যন্ত এসব ড্রেজারগুলোর দেখভালের দয়িত্বে রয়েছেন। সরজমিনে গিয়ে দেখা যায় , সায়েদের ড্রেজারটির অবস্থান মাঝিপাড়া খালের মোড়ে এবং টিটুর ড্রেজারটি রয়েছে গোয়াল বাড়ি ব্রীজ সংলগ্ন। দিনরাত এই ব্রীজের নীচ দিয়ে বালু বোঝাই বডিগুলো যাতায়াত করায় ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে মাঝখানের পিলার।
খালের দুই পাড়ের বাসিন্দারা জানান, ড্রেজারের বিকট শব্দে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশুনায় মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়া শিশু বাচ্চা, বৃদ্ধ ও রোগীদের রাতের ঘুমেও ব্যাঘাত ঘটছে ।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।