1. rezaulalam000@gmail.com : সময় বাংলার :
  2. jmitsolution24@gmail.com : JM IT SOLUTION : JM IT SOLUTION
শ্রীনগরে ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাটের মহোৎসব  | সময় বাংলার
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম ... ||
সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় সিরাজদিখানে থানা পুলিশের মতবিনিময় সভা সিরাজদিখানে নির্বাহী অফিসার এর সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় সিরাজদিখানে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক গাজাসহ গ্রেফতার, দল থেকে বহিস্কার সিরাজদিখানে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান মুন্সীগঞ্জে বিচারকদের সাথে আইনজীবীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বিচারক দল মাওয়া আড়তের ইলিশ পার্সেল হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে । মুন্সীগঞ্জ আদালতে কোর্ট ফি ব্যতীত নগদ টাকার লেনদেন অবৈধ সিরাজদিখানে কৃষিকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ পদ্মার এক হালি ইলিশ ১৪,৪০০ টাকায় বিক্রি। সিরাজদিখানে বিভিন্ন মামলার গ্রেফতার ৪ সিরাজদিখানে অটোচালকের লাশ উদ্ধার সিরাজদিখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজদিখান বাজার সড়কে তীব্র যানজট,জণদূর্ভোগ চরমে সিরাজদিখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিরাজদিখানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার অচীরেই নির্বাচনী রোড ম্যাপ দিন- সিরাজদিখানে মীর সরফত আলী সপু সিরাজদিখানে বিএনপি নেতাকে জরিয়ে মিথ্যা   অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ভুয়া টিকাকার্ড বানিয়ে আদালতে হলফনামা দাখিল স্বাস্থ্য সহকারী সহ ৩ জনের অর্থদন্ড সিরাজদিখানে নিখোঁজের পরে অটোচালকের লাশ হাসপাতালে সিরাজদিখানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার সিরাজদিখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার সিরাজদিখানের সেই বড় ভাই হত্যাকারী ছোট ভাই হারুন ভাবী হাসিনা বেগম সিরাজদিখানে ভাবীর পরকীয়া প্রেমে অন্ধ হয়ে বড় ভাইকে হত্যা সিরাজদিখানে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা মুন্সীগঞ্জে হত্যা মামলা মামলার আসামী শেখ বিল্লাল গ্রেফতার সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী খুন সিরাজদিখানে ৭ ডাকাত গ্রেফতার ৭ লক্ষ টাকা উদ্ধার সিরাজদিখানে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা সিরাজদিখানে খাসমহল বালুচরের চিটার মোস্তফার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজীর মামলা দায়ের

শ্রীনগরে ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাটের মহোৎসব 

  • সময় বাংলার || বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৫.৫৮ পিএম
শ্রীনগরে ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাটের মহোৎসব 
শ্রীনগরে ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাটের মহোৎসব 

প্রতিনিধি শ্রীনগর মুন্সীগন্জ।


মুন্সীগন্জের শ্রীনগর উপজেলার সবকটি  ইউনিয়নে ড্রেজার দিয়ে কৃষি জমিতে মাটি ভরাটের মহোৎসব চলছে । তবে দুটি ইউনিয়নে এর চিত্র  খুবই ভয়াবহ ।  এ দুটি ইউনিয়ন হচ্ছে শ্রীনগর সদর এবং ষোলঘড় ইউনিয়ন। উভয় ইউনিয়নে ফসলি জমিতে বালু ভরাটের কর্মযজ্ঞ চালাচ্ছেন মূলতঃ শ্রীনগর ইউনিয়নের ড্রেজার সিন্ডিকেটের সদস্যরা।  ২ নং ওয়ার্ডের কন্দল পাড়া গ্রামের মোতাই শেখের ছেলে কথিত বি এন পি নেতা  টিটু এবং আলী মীরের ছেলে সায়েদের ছত্রছায়ায় চলছে প্রায় ১৫/২০ টি ড্রেজার।  জানা যায়  , উল্লেখিত ব্যক্তিদ্বয় উপজেলার বাউন্ডারি ওয়াল  থেকে শ্রীনগর আলমপুর খালের ষোলঘড় কালিবারী পর্যন্ত এসব ড্রেজারগুলোর  দেখভালের দয়িত্বে রয়েছেন।  সরজমিনে গিয়ে  দেখা যায় , সায়েদের ড্রেজারটির অবস্থান মাঝিপাড়া  খালের মোড়ে এবং টিটুর ড্রেজারটি রয়েছে গোয়াল বাড়ি ব্রীজ সংলগ্ন। দিনরাত এই ব্রীজের নীচ দিয়ে বালু বোঝাই বডিগুলো যাতায়াত করায় ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে মাঝখানের পিলার। 

 মাস্টার শহিদুল ইসলাম আক্ষেপ করে বলেন , আড়িয়াল বিলে বিমান বন্দর নির্মাণ হবে বলে তৎকালীন এম, পি সুকুমার রঞ্জন ঘোষের প্রচেষ্টায়  প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হয়েছিল এই গোয়াল বাড়ি ব্রীজ। অথচ দেখার কেউ নেই বলে ড্রেজার ও বালু বাহী বাল্কহেডের ধাক্কায়  গুরুত্বপূর্ণ এ সেতুটির স্থায়ীত্ব  এখন হুমকির মুখে ।

খালের দুই পাড়ের বাসিন্দারা জানান, ড্রেজারের বিকট শব্দে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশুনায় মারাত্মক ক্ষতি হচ্ছে। এছাড়া শিশু বাচ্চা, বৃদ্ধ ও রোগীদের রাতের ঘুমেও ব্যাঘাত ঘটছে ।

শ্রীনগর ইউনিয়নে ড্রেজার বানিজ্যের আরেকটি চক্র  ৩ নং ওয়ার্ডের মেম্বার সোহাগ মোড়লের নেতৃত্বে  আড়িয়াল বিলের পূর্বাঞ্চল ভরাটের কর্মযজ্ঞ চালাচ্ছেন।  এখানে রয়েছে আতা , আলমগীর ও সোহাগসহ বেশ কয়েক জনের ড্রেজার  । তারা দীঘির পার প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে পাইপ টেনে পূর্ব চক এবং দীঘির পশ্চিম দিকের বিল ভরাটের কাজে দিন রাত ব্যাস্ত রয়েছে ।  বেপরোয়া ড্রেজার সিন্ডিকেটের এসব লোকজন  প্রশাসনের নজর এড়িয়ে দিন রাত
ভরাট করে চলছে আবাদি জমিসহ  ডোবা, নালা , পুকুর  ও জলাশয় ।  এতে ক্রমশ ফসলি জমি যেমন বিলুপ্ত হতে চলেছে , তেমনি পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে ।
শ্রীনগর কল্যান সমিতির সভাপতি জি, এম, লতিফ বলেন, সরকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি ফসলি জমি ভরাট বন্ধে দ্রুত পদক্ষেপ না নেয় , তাহলে  এদেশে একসময় আবাদি জমি বলতে থাকবেনা কিছুই।
এ বিষয়ে  শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ  হোসাইন এর কাছে জানতে চাইলে তিনি বলেন , আমরা অভিযান করেছি। জনপ্রতিনিধিদের-ও দায়িত্ব রয়েছে ।  ইউনিয়ন ভূমি অফিসের নায়েবদেরকে ও বলা
হয়েছে । এ নিয়ে কাজ চলতেছে ।

অন্যদের সাথে শেয়ার করুন ||

আরও সংবাদ ||

                            @  SOMOYBNGLAR # কোনো লেখাছবিভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য

.