শরণখোলা প্রতিনিধি
শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণি সম্পদ অধিদপ্তরাধীন এলডিডিপি এর আওতায় ৪ টি পিজির ১৫০ জন খামারীদের এক্সপোজার ভিজিট ২০২৪ অনুষ্ঠিত।
মোরেলগঞ্জ উপজেলার আদর্শ ডেয়ারি ফার্মের বিভিন্ন জাতের গরু কিভাবে লালন পালন রক্ষণাবেক্ষণ চিকিৎসা প্রানি সম্প্রসারণ সহ কিভাবে কম খরচে গো খাদ্য ঘাস উৎপাদন করা যায় এই সম্পর্কে শরণখোলা উপজেলার পিজি খামারীদের চার গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়।
মোরেলগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ও সফল আদর্শ ডেয়ারি ফার্মের মালিক রতন কর্মকার পিজি খামারীদের বিভিন্ন ধরনের তথ্য ও দিক নির্দেশনা দেন। তখন চার গ্রুপের পিজি খামারীরা মনোযোগ সহকারে তার কথা শুনেন। শরণখোলা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোছাহেব আহমদ নাঈম তিনি খামারীদের আন্তরিকভাবে গরু লালন পালনের সবকিছু হাতে কলমে প্রশিক্ষণ দেন।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জামিউল হাসান তিনিও শরণখোলা উপজেলার চার গ্রুপের পিজি খামারীরা কিভাবে গরু লালন পালন সহ ঘাস উৎপাদন করবেন সে সম্পর্কে বর্ণনা করেন। শরণখোলা উপজেলা থেকে ১৫০ জন পিজি খামারিদের ২০ কি.মি পথ অতিক্রম করে মোরেলগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ও সফল আদর্শ ডেয়ারি ফার্ম ও ডেয়ারি ফার্মের মালিক রতন কর্মকারের দিকনির্দেশনা মূলক পরামর্শ কাজে লাগবে বলে ধন্যবাদ দেন শরণখোলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পিজি খামারী কবির খান সহ অন্যান্য খামারীরা।
আর উল্লেখ করেন এক্সপোজার ভিজিটের মাধ্যমে মোরেলগঞ্জে এই ডেইরি ফার্ম পরিদর্শন করে আমাদের অভিজ্ঞতা হয়েছে। আমরা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডেইরি খামার করে দেশের আমিষের চাহিদা পূরণ সহ অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাবো।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।