সিরাজদিখানে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং।
আরিফ হোসেন হারিছ,মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাজারে নিত্য পণ্যের মূল্যে অস্থিরতা রোধে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহমেদ।
বৃহস্পতিবার ২৪ অক্টোবর দুপুরে উপজেলার মালখানগর ইউনিয়নের তালতাল বাজারে পিয়াজ,আলু, ডিমের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকান মনিটরিং করেন।
এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।বাজার মনিটরিংয়ে সহযোগিতা করেন সিরাজদিখান থানার এসআই রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি দল।
এ সময় উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদ সচিব আমিনুর রহমান, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মোল্লা, তালতলা বাজার জামে মসজিদের সভাপতি আতাউর রহমান তোতা।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।