শরীফ আহমেদ মজুমদার কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন,দক্ষিণ শ্রীহাস্য গ্রামের মৃত, আব্দুস সোবহানের ছেলে ছালেহ আহাম্মদ(৭০), ছালেহ আহাম্মদের স্ত্রী রাহেলা বেগম (৫৫),ছেলে মাঈন উদ্দিন(২৫), মেয়ে এসএসসি ফলপ্রার্থী শাহীনুর আক্তার (১৭), ছেলে সাইফুল ইসলাম (২১)।এদের মধ্যে রাহেলা বেগম, ও মাঈন উদ্দিনের অবস্থা আশংকাজনক।
প্রতিপক্ষের মৃত, আব্দুস সোবহানের ছেলে জসীম উদ্দিন(৪৫), স্ত্রী রোকেয়া বেগম (৪০), মেয়ে কাউসার আক্তার (২৩),ছেলে মোজাম্মেল হোসেন (২২), ফয়সাল হোসেন (২১)।
স্হানীয়রা সূত্র জানায়,সালেহ আহাম্মদ ও জসীম উদ্দিন তারা আপন দুই ভাই দীর্ঘদিন থেকে বাড়ীর সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে ছালেহ আহাম্মদের স্ত্রী রাহেলা বেগম পুকুরে পাতা কুড়াতে গেলে জসীমের
স্ত্রী বাধা দেয় এ নিয়ে দু’জনে ঝগড়াঝাটি হয়। এর জের ধরে জসীম উদ্দিন তার ছেলে মেয়েসহ হামলা চালালে উভয়পক্ষে সংঘর্ষ বাধে এতে দু’পক্ষের ১০ জন আহত হয়।আহতদের স্হানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
@ SOMOYBNGLAR # কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য।